Home সারাদেশ ময়মনসিংহে আইনজীবীকে নির্যাতনের প্রতিবাদে ঢাকায় মানববন্ধন অনুষ্ঠিত

ময়মনসিংহে আইনজীবীকে নির্যাতনের প্রতিবাদে ঢাকায় মানববন্ধন অনুষ্ঠিত

28

স্টাফ রিপোটার: জাতীয় আইনজীবী পরিষদের উদ্যোগে আজ ১৮ জুন রবিবার বেলা সাড়ে ১২টায় ঢাকা আইনজীবী সমিতির ভবন চত্বরে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশ বক্তব্য রাখেন জাতীয় আইনজীবী পরিষদ ঢাকা জজ কোর্টের সাধারণ সম্পাদক শাখার সাধারণ সম্পাদক ও এড. মহিবুর রহমান মিহির, জাসদের আইন বিষয়ক সম্পাদক এড. মোহাম্মদ সেলিম, এড. আবু হানিফ, জাসদের পরিবেশ বিষয়ক সম্পাদক এড. নিলাণ্জনা রিফাত সুরভী, এড. জয়া দাস প্রমুখ। বক্তারা বলেন, ময়মনসিংহে পুলিশের এডিশনাল ডিআইজি এনামুল কবীর কর্তৃক আইনজীবী আশিকুর রহমানকে তার কার্যালয়ে ডেকে নিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে শারীরিক নির্যাতনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ ও নিন্দা জানাই । তারা উক্ত নির্যাতিনকারী পুলিশ কর্মকর্তাকে অবিলম্বে চাকুরি থেকে সাসপেন্ড করে বিভাগীয় ও বিচার বিভাগীয় তদন্ত করে বিচারের সম্মুখীন করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহবান জানান। জাতীয় আইনজীবী পরিষদের সদস্যবৃন্দ বলেন, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাথে যোগাযোগ করে বাংলাদেশ বার কাউন্সিল এবং দেশের সকল আইনজীবী সমিতির পক্ষ থেকে এ ব্যাপারে সম্মিলিত পদক্ষেপ নেয়ার আহবান জানান।