Home রাজনীতি ব্যারিষ্টার নাজমুল হুদা মারা গেছেন।

ব্যারিষ্টার নাজমুল হুদা মারা গেছেন।

34

ডেস্ক রিপোর্ট: ব্যারিষ্টার নাজমুল হুদা মারা গেছেন। আজ রোববার রাত ১১ টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।তার মৃত্যুর সংবাদ নিশ্চিত কেরন স্ত্রী ব্যারিষ্টার সিগমা হুদা।
গত ১৬ ফেব্রুয়ারি তৃণমুল বিএনপি নামে একটি রাজনৈতিক দলের নিবন্ধন পেয়েছেন।দলটির প্রতীক বরাদ্ধ পেয়েছেন সোনালী আশঁ।দলটির নিবন্ধন নম্বর ৪৫।
নাজমুল হুদা ১৯৪৩ সালের ৬ জানুয়ারি জন্ম গ্রহন করেন। তিনি একজন ব্যারিষ্টার, আইজীবি, রাজনীতিবিদ।ব্যারিষ্টার নাজমুল হুদা ১৯৯১, ১৯৯৬, ২০০১ পর পর তিন বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ।তিনি বাংলাদেশ সরকারের যোগাযোগ মন্ত্রী ও তথ্যমন্ত্রী ছিলেন।১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠিত হলেপ্রতিষ্ঠাতা সদস্য হন । ২০১২ সালে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে পদত্যাগ করেন তিনি। দলটির ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি।