Home রাজনীতি অনির্বাচিত সরকার জোর করে দেশ চালাচ্ছে : নোমান

অনির্বাচিত সরকার জোর করে দেশ চালাচ্ছে : নোমান

37

স্টাফ রিপোটার: অনির্বাচিত সরকার জোর করে দেশ চালাচ্ছে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, এখন এক দফা এক দাবি, জনগণ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করতে চায়। এই দাবিতে রাস্তায় নেমে আসছে জনগণ। বিএনপি উঠে গেলেও রাস্তায় থাকবে জনগণ। দেশের মানুষ দেশ গঠনে প্রধান ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।

বুধবার মোহাম্মদপুর শংকর মসজিদের পাশে জিয়া প্রজন্ম দলের উদ্যাগে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নোমান বলেন, দেশ সংকটের মধ্য দিয়ে চলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দুই বেলা ঠিকমতো খাওয়ার পরিস্থিতি নেই। একই সঙ্গে সরকারি বাহিনীর মাধ্যমে লুটপাট ও সন্ত্রাস চলছে। ক্ষমতায় থাকার জন্য জনগণের ওপর নির্যাতন চালাচ্ছে শেখ হাসিনার সরকার। আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের পতন ঘটাতে হবে

নেতা-কর্মীদের উদ্দেশে আবদুল্লাহ আল নোমান বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে সরকার খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিয়েছে। অন্য রাজনৈতিক দলগুলোর ওপর কর্তৃত্ব আরও বাড়াতে হবে, সহনশীলতা বাড়াতে হবে। অন্যান্য দলের নেতারা আমার-আপনার মতো ভূমিকা রাখতে পারবেন না। সুতরাং আন্দোলনে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।

জিয়া প্রজন্ম দলের সহ-সভাপতি অ্যাডভোকেট পারভীন কাওসার পান্নার সভাপতিত্বে সাধারণ সম্পাদক সারোয়ার জাহান রুবেলের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাজী ইউসুফ, আদাবর থানার বিএনপির সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এড, আখতার হোসেন, থানা বিএনপি নেতা আলমগীর হোসেন লাবু, সোহেল রহমান, মোহাম্মদপুর থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন তালুকদার জুয়েলসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।