ডেস্ক রিপোর্ট: এ ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী দেশবাসীকে আশ্বস্ত করেন যে, দেশ বড় ধরণের কোনো নিরাপত্তা হুমকি নেই। খবর আমাদের সময়.কম

নিউজিল্যান্ডের বৃহত্তম নগরী অকল্যান্ডে বৃহস্পতিবার (২০ জুলাই) এ গুলির ঘটনা ঘটে। ফিফা মহিলা বিশ্বকাপ টুর্ণামেন্ট আয়োজনের প্রস্ততি নেওয়ার সময় এ সহিংস ঘটনা ঘটে। ইতোমধ্যে অকল্যান্ডে কয়েকটি টিম এসে পৌঁছেছে।

কর্তৃপক্ষ জানায়, গুলির ঘটনা একজন পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। একটি হোটেলের কাছে এ সহিংসতা ঘটে যে হোটেলে নরওয়ে ও অন্য কয়েকটি দেশের টিম অবস্থান করছিল।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স বলেছেন, পরিকল্পনা মোতাবেক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। তিনি বলেন, হামলাকারী পাম্প-একশন শটগান দিয়ে গুলি চালায়। জরুরি খবর পেয়ে লোকজনের জীবন বাঁচাতে এক মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়।

ভারপ্রাপ্ত পুলিশ সুপার সানি প্যাটেল বলেন, লোকটি স্থানীয় সময় সকাল ৭টা ২০মিনিটে লোয়ার কুইন স্ট্রিটে গুলিবর্ষণ শুরু করে। সে ভবনের মধ্যদিয়ে যাওয়ার সময় গুলি চালাচ্ছিল। এ সময় পুলিশ সেখানে ছুটে যায়। তারা তাকে আটকানোর চেষ্টা করে। তখনো সে গুলিবর্ষণ করছিল। অল্প পরেই তাতে মৃত পাওয়া যায়। তবে সে পুলিশের গুলি না নিজের গুলিতে নিহত হয়েছে তা স্পষ্ট জানা যায়নি।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ নরওয়ে ও নিউজিল্যান্ডের মধ্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা।