আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ১৮তম লোকসভার নির্বাচনে ভোট গ্রহণ শুরু আজ।সাত দফায় ৫৪৩ আসনে ভোট গ্রহণ হবে।আজ (১৯ এপ্রিল ২০২৪) প্রথম দফায় ১৭টি রাজ্যে ও চারটি কেন্দ্র শাসিত অঞ্চলের ১০২ আসনে ভোট গ্রহণ হবে।
আজ প্রথম দফায় পশ্চিমবঙ্গের কোচবিহার, আলীপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভোট গ্রহণ হচ্ছে। এছাড়া অরূনাচল, মণিপুর এবং মেঘালয়ের দুটি আসনে ভোট গ্রহণ করা হচ্ছে।ছত্তীসগঢ়, মিজোরাম, নাগাল্যন্ড, সিকিম, ত্রিপুরা, উত্তরখন্ড, আন্দামান ও নিকোবর, জন্মু কাশ্মীর, লক্ষদ্বীপ এবং পন্ডচেরিতে একটি করে কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে।
দ্বিতীয় দফা ভোট অনষ্ঠিত হবে ২৬ এপ্রিল।মনিপুরে মোট দুটি লোকসভার আসন।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, প্রথম দফা ভোট গ্রঞণের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্নকরা হয়েছে।ভোটাররা যাতে নিরাপদে ভোট দিতে পারেন তার জন্য সেন্টাল রিজার্ভ ফোর্স মোতায়েন করা হয়েছে। নাশকতা ঠেকাতে বিপুল পরিমান নিরাপত্তা কর্মঅ মোতায়েন করেছে নির্বাচন কমিশন। বিহারে চার, উত্তরাখন্ডে এবং মহারাষ্ট্রে ছয়, উত্তরপ্রদেশে আট ও রাজস্থানের ১২ আসেন ভোট অনুষ্ঠিত হচ্ছে আজ।প্রথম দফায় বেশী ভোট গ্রহণ করা হচ্ছে তামিলনাড়ুতে। এই রাজ্যে ৩৯ আসনের সবগুলোতে ভোট গ্রহণ করা হচ্ছে।