Home রাজনীতি বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডলের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করছে জাসদ

বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডলের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করছে জাসদ

97

ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বিবৃতিতে ধর্মান্ধ মৌলবাদী জঙ্গীবাদী শক্তি দ্বারা সুপরিকল্পিতভাবে মুন্সীগঞ্জের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে উস্কানি দিয়ে বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলকে অপমান, হয়রানি এবং মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে কারাগারে পাঠানোর তীব্র ক্ষোভ প্রকাশ ও নিন্দা জ্ঞাপন করেছেন। তারা বলেন, বিজ্ঞান শিক্ষার বিরুদ্ধে ধর্মান্ধ মৌলবাদী জঙ্গীবাদীদের অপতৎপরতার কথা জেনেও পুলিশ কর্তৃক তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টা তাদের পক্ষ নিয়ে বিজ্ঞান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা গ্রহণ এবং তাকে গ্রেফতার বাংলাদেশ রাষ্ট্রের জন্য অশনিসংকেত। জাসদ নেতৃদ্বয় বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মন্ডলের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি, মিথ্যা অভিযোগকারীদের দৃষ্টান্তমূলক সাজা এবং ধর্মান্ধ মৌলবাদী জঙ্গীবাদীদের পক্ষাবলম্বনকারী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

জাসদ নেতৃদ্বয় বলেন, বাংলা ভাষার বিরুদ্ধে ইসলামকে দাঁড় করানো, বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির বিরুদ্ধে ইসলামকে দাঁড় করানো, স্বাধীনতার বিরদ্ধে ইসলামককে দাঁড় করানো, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে ইসলামকে দাঁড় করানো, সংবিধানের বিরুদ্ধে ইসলামকে দাঁড় করানো, নারী অধিকারের বিরুদ্ধে ইসলামকে দাঁড় করানো, হাতের পাঁচ আঙ্গুল সমান না বলে বৈষম্যের অবসান করে সমতা ও সাম্যের বিরুদ্ধে ইসলামকে দাঁড় করানো, বিজ্ঞানের বিরুদ্ধে ইসলামকে দাঁড় করানো ধর্মান্ধ পাকিস্তানপন্থী তালেবানি জঙ্গীবাদী গোষ্ঠীর বস্তাপচা পুরাতন রাজনীতি। তারা পাকিস্তানপন্থী ধর্মান্ধ মৌলবাদী জঙ্গীবাদীগোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য শুভবুদ্ধিসম্পন্ন মানবিক অসাম্প্রদায়িক শক্তির প্রতি আহবান জানান।