Home রাজনীতি বিএনপি নেতা বাদশার জামিন নাকচ, কারাগারে প্রেরণ

বিএনপি নেতা বাদশার জামিন নাকচ, কারাগারে প্রেরণ

37

স্টাফ রিপোটার: দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশাকে জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার এই আদেশ দেন দিনাজপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেড আদালত এর বিচারক মো. জুলফিকার উল্লাহ।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল জানান, গত ১৯ জুলাই দিনাজপুরে বিএনপির বিভাগীয় পদযাত্রায় পঞ্চগড় ও ঠাকুরগাঁও থেকে বাসে করে লোকজন আসতেছিলো। তখন সরকারদলীয় নেতাকর্মীরা ঠাকুরগাঁও-দিনাজপুর রোডের বাঁশের হাট এলাকায় বাস থামিয়ে বিএনপির নেতাকর্মীদের মারধর করে। এসময় বিএনপি নেতাকর্মীরা প্রতিবাদ করেন। বাঁশের হাট ১নং চেহেলগাজি ইউনিয়ন পরিষদের মধ্যে অবস্থিত হওয়ায় পুলিশ আনিসুর রহমানকেও আসামী করেন। অথচ যখন মারামারি হয় তখন আনিসুর রহমান আর আমি একসাথে মঞ্চে ছিলাম। আনিসুর রহমান দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজি ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

তিনি জানান, এই মামলায় হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিনে ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেড আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন তিনি। বিচারক তাকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করেন।