Home রাজনীতি বাহাদুর শাহ পার্কে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ বন্ধের দাবিতে মেয়র বরাবর স্মারকলিপি...

বাহাদুর শাহ পার্কে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ বন্ধের দাবিতে মেয়র বরাবর স্মারকলিপি প্রদান

78

ডেস্ক রিপোর্ট: ১৮৫৭ সালের ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী প্রথম স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতি বিজড়িত এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল, সোহরাওয়ার্দি, মহানগর মহিলা কলেজ, সেন্ট গ্রেগোরি, সেন্ট ফ্রান্সিস স্কুল এন্ড কলেজ, মুসলিম, ঢাকা কলেজিয়েট, বাংলাবাজার বালিকা উচ্চ বিদ্যালয়সহ অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, অভিভাবক এবং পুরান ঢাকার মানুষের অবসর বিনোদন, অক্সিজেন গ্রহণ ও প্রাতঃভ্রমণের একমাত্র স্থান ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক-এর অভ্যন্তরে রেস্টুরেন্টসহ যেকোন ধরণের বাণিজ্যিক স্থাপনা নির্মাণ বন্ধের দাবিতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাননীয় মেয়র বরাবর স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপি প্রদানের আগে সকাল ১০:৩০ এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ঢাকা মহানগর কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেন ও পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত। বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্যামল কুমার ভৌমিক, বাহাদুর শাহ্ পার্ক ও পার্কের ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদের যুগ্ম-আহ্বায়ক মিরুজ্জামান খান মিরু, অন্যতম সদস্য কাজী খসরু, বাহাদুর শাহ্ পার্ক প্রাতঃভ্রমণকারী সমিতির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান খান, সহ-সাধারণ সম্পাদক মাহাবুব আলম মানিক প্রমুখ।