Home জাতীয় বানারীপাড়ায় বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

বানারীপাড়ায় বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

42

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় ২১ ফেব্রুয়ারী মহান শহীদ বিদস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১শের প্রথম প্রহরে বানারীপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ ও জাতীয় বীর ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় বরিশাল-২ আসনের সংসদ সদস্য,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলম উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গ্লোাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা, পৌরসভার মেয়র এডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির,অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) জাফর আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা সরদার ও আক্তার হোসেন মোল্লা, উপজেলা ওর্য়াককার্স পাট্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু, পৌর শাখা আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডুসহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, প্রেস ক্লাব ও যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক, শ্রমিক লীগ, কৃষক লীগ,শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ,ছাত্রবন্ধন ফোরাম, এবং শিক্ষা প্রতিষ্ঠান,হাসপাতাল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন এনজিওর শাখা ব্যবস্থাপক বৃন্দ। এদিকে এ উপলক্ষে ২১ ফেব্রয়ারী সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গ্লোাম ফারুক,পৌরসভার মেয়র এডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,উপজেলা ওয়ার্কার্সপার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু প্রমুখ।