Home সারাদেশ উজিরপুরে নিখোঁজ বাদল কৃষ্ণ বিশ্বাসের সন্ধানের দাবীতে মানব বন্ধন

উজিরপুরে নিখোঁজ বাদল কৃষ্ণ বিশ্বাসের সন্ধানের দাবীতে মানব বন্ধন

32

উজিরপুর প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুরের কারফায় নিখোঁজ সাব-রেজিষ্ট্রার বীর মুক্তিযোদ্ধা বাদল কৃষ্ণ বিশ্বাসের সন্ধান পেতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে শনিবার সকাল ১০টায় জল্লা ইউনিয়নের কারফা বাজারে মানববন্ধনে জনসমুদ্রে পরিনত হয়। ২ঘন্টা ব্যাপী পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইউনিয়ন পরিষদ, ব্যবসায়ীসহ এলাকার কয়েক হাজার নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহন করে। এ সময় মানববন্ধন পরিচালনা কমিটির অন্যতম সদস্য স্বদেশ কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান বেবী রানী দাস, জল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সমীর কুমার মজুমদার, বীর মুক্তিযোদ্ধা এম জাকারিয়া, বিশিষ্ট সমাজসেবক ও কমিটির সদস্য ধীরেন্দ্র নাথ সরকার, নির্মল চন্দ্র বিশ্বাস, প্রনয় বিশ্বাস, শংকর কুমার, প্রদীপ রায়, নিখিল বিশ্বাস, বঙ্কিম রায়। এছাড়াও শিক্ষক নিহার রঞ্জন হালদারের সঞ্চালনায় বক্তৃতা করেন পল্লী চিকিৎসক সুভাষ চন্দ্র বিশ্বাস, শিক্ষক নিহার রঞ্জন ব্যানার্জী, ইউপি সদস্য শহিদুল ইসলাম, হরনাথ চৌধুরী, রূপালী ব্যাংক ম্যানেজার অমল চন্দ্র, স্থানীয় স¤্রাট মজুমদার, প্রভাষক অরুন বিশ্বাস, নিখিল চন্দ্র বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন নিখোঁজের স্ত্রী জোৎনা বেগম, ভাই রমনী রঞ্জন বিশ্বাস, অমৃত বিশ্বাস, খোকন বিশ্বাস, ছেলে অংকন ও অংকিতসহ নারী পুরুষ মিলে প্রায় পাঁচ হাজার লোকজন। উল্লেখ্য ২০ এপ্রিল বৃহস্পতিবার রাত ৯ টায় সাব রেজিষ্ট্রার বীর মুক্তিযোদ্ধা বাদল কৃষ্ণ বিশ্বাস তার নিকট আত্মীয়ের বাড়ি থেকে অনুষ্ঠান শেষ করে নিজ বাড়িতে ফেরার পথে নিখোঁজ হন। নিখোঁজের ঘটনায় সাবরেজিষ্ট্রারের ছেলে অংকন বিশ্বাস বাদী হয়ে গত ২১ এপ্রিল উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করে ও ঘটনার ৩দিন পরে উজিরপুর মডেল থানায় অপহরণ মামলা দায়ের করেন। এরপর পুলিশের টিম উদ্ধার কার্যক্রমে মাঠে নামে এবং দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু ২৩ দিন অতিবাহিত হলেও এ পর্যন্ত নিখোঁজের কোন হদিস পাওয়া যায়নি। এদিকে নিখোঁজের সন্ধ্যান না পাওয়ায় পরিবারের লোকজন হতাশ ও দুশ্চিন্তায় দিনরাত নির্ঘুম অবস্থায় কাটাচ্ছেন। এরই প্রেক্ষিতে নিখোঁজ বাদল বিশ্বাসের সন্ধান পেতে পরিবারের সদস্য ও এলাকাবাসী মানববন্ধন করেছে। এ সময় বক্তারা দ্রুত নিখোঁজের সন্ধানের দাবী জানিয়ে পুলিশ, সাংবাদিকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এবং দ্রুত নিখোঁজের সন্ধান না হলে পরবর্তীতে কঠোর আন্দোলন কর্মসূচীর হুশিয়ারী দেন তারা।