Home জাতীয় জাবিতে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

জাবিতে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

60

তানভীর রিফাত, জাবি প্রতিনিধি: শহীদ বেদিতে ফুল দিয়ে কৃতজ্ঞচিত্তে ভাষা শহীদদের স্মরণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবার। একুশের প্রথম প্রহরেই শহীদ মিনারে ফুল দিয়ে শুরু হয়েছে এই শ্রদ্ধা নিবেদন। সোমবার মধ্যরাত এক মিনিটে উপাচার্য ফারজানা ইসলাম
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জাহাঙ্গীরনগর ছাত্রলীগের নেতারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
রাজনৈতিক দল ও সংগঠনের পাশাপাশি বিভিন্ন সামাজিক–সাংস্কৃতিক সংগঠনগুলো প্রভাতফেরির মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

বৃটিশ ঔপনিবেশিক শৃঙ্খল থেকে মুক্ত হতে না হতেই বাঙালির ঘাড়ে চেপে বসে পাকিস্তানি শাসকগোষ্ঠী। তারা মায়ের ভাষা

বাংলার অধিকার কেড়ে নিতে উদ্ধত হয়। কিন্তু বীর বাঙালি প্রতিবাদী হয়ে বুকের তাজা রক্তে রঞ্জিত করে রাজপথ। পুনঃপ্রতিষ্ঠাকরে মায়ের ভাষা। আজ সেই অমর একুশে ফেব্রুয়ারি।

পশ্চিম পাকিস্তানি শাসকেরা যখন অন্যায়ভাবে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে বাঙালির ওপরে চাপিয়ে দিতে উদ্যত হয়েছিল, তখন বাঙালি ফুঁসে উঠেছিল প্রতিবাদে, বিক্ষোভে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল করে এগিয়ে যেতে থাকলে তাঁদের ওপর গুলি চালানো হয়। সালাম, বরকত, রফিক,

শফিক, জব্বারসহ অনেকে শহীদ হন। এরপর থেকেই জাতি শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণে মহান শহীদ দিবস পালন করে আসছে। ১৯৯৯ সালে ইউনেসকো দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।