Home জাতীয় বাংলাদেশ বাইবেল সোসাইটি সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বাংলাদেশ বাইবেল সোসাইটি সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

151

সংবাদ বিজ্ঞপ্তি: গত ৩-৪ দিন যাবৎ রেভাঃ লিটন ম্রং এর সাথে বাংলাদেশ বাইবেল সোসাইটিকে নিয়েও বিভিন্ন পত্রিকায় ও ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে।
বাংলাদেশ বাইবেল সোসাইটি পরিচালনা পর্ষদ আজ ১৬ জুন সংবাদ পত্রে পাঠানো বিবৃতিতে বলেন, রেভাঃ লিটন ম্রং বাংলাদেশ বাইবেল সোসাইটি প্রতিষ্ঠানে জেনারেল সেক্রেটারী হিসাবে মাসিক বেতনে কাজ করেন। তার নিজ কমিউনিটি ও চার্চের সাথে ব্যক্তিগত যোগাযোগ, সম্পর্ক, কাজকর্ম থাকতেই পারে। সেখানে তিনি যদি কোন অপরাধ করেই থাকেন তবে তা তার নিতান্তই ব্যক্তিগত এবং দায়-দায়িত্বও তার নিজের, কিন্তু যদি সেখানে অপরাধজনিত কোন কর্মের সাথে জড়িত থাকে তা বাংলাদেশ বাইবেল সোসাইটি সমর্থন দেয় না।অনলাইন পত্রিকা যুগবার্তা.কমসহ বিভিন্ন পেপার পত্রিকায় ও ফেসবুকে রেভাঃ লিটন ম্রং কে নিয়ে যে সমস্ত লেখা প্রকাশিত হয়েছে তা তার ব্যক্তিগত এবং গারো ব্যাপ্টিষ্ট চার্চ (GBC, CHP, JOYRAMKURA)সংক্রান্তও সম্পৃক্ত। এর সাথে বাংলাদেশ বাইবেল সোসাইটির কোন যোগসূত্র তা বা সম্পৃক্ততা নেই। বাংলাদেশ বাইবেল সোসাইটি একটি ধর্মীয় ও পবিত্র প্রতিষ্ঠান। এমতাবস্থায় ঐ সমস্ত প্রকাশিত ও প্রচারিত সংবাদের সাথে বাংলাদেশ বাইবেল সোসাইটিকে নিয়ে জড়িত বক্তব্য সমূহের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানাচ্ছি।বাংলাদেশ বাইবেল সোসাইটির আইন বহির্ভূত ও অন্যায় কাজের সাথে কোনরূপ সম্পৃক্ততা নেই বা ভবিষ্যতেও থাকবেনা।