Home বিজ্ঞান ও প্রযুক্তি ২৪ ঘণ্টায় ঢাকায় সিম ঢুকেছে সাত লাখ

২৪ ঘণ্টায় ঢাকায় সিম ঢুকেছে সাত লাখ

36

ডেস্ক রিপোর্ট: ঢাকায় শুধু গত বুধবার রাত ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় প্রবেশ করেছে প্রায় ৭ লাখ মোবাইল ফোন সিম। একই সময়ে রাজধানী থেকে বাইরে গেছে প্রায় দেড় লাখ সিম। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) ডেটাবেজ ও কলপ্রবণতা বিশ্লেষণকারী একটি সূত্র এ তথ্য জানিয়েছে। কালবেলা

সূত্র জানায়, প্রতিদিন ঢাকায় আসা ও বাইরে যাওয়া সিমের সংখ্যা সাধারণত দুই লাখের কাছাকাছি থাকে। তবে ২৪ ঘন্টায় যে সংখ্যক সিম বাইরে গিয়েছে তার থেকে কয়েক গুণ ঢাকায় ঢুকেছে।
তবে মোবাইলফোন ব্যবহারকারী একাধিক সিম ব্যবহার করায় মোবাইল সিমের সংখ্যা দিয়ে মানুষের সংখ্যা সুনিশ্চিতভাবে জানা যায় না। অবশ্য মোবাইল ফোন অপারেটরদের বৈশ্বিক সংগঠন জিএসএমের হিসাবে, বাংলাদেশে মোবাইল সিমের ‘ইউনিক ইউজার’ ৫৪ শতাংশ। অর্থাৎ, মোবাইলফোন ব্যবহারকারীর প্রকৃত সংখ্যা মোট সিমের অর্ধেকের মতো।
আমাদের সময়.কম