Home সারাদেশ বানারীপাড়ায় আওয়ামী লীগের সম্মেলনে গোলাম ফারুককে সভাপতি করার দাবি

বানারীপাড়ায় আওয়ামী লীগের সম্মেলনে গোলাম ফারুককে সভাপতি করার দাবি

28

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় দীর্ঘ এক দশক পরে আগামীকাল ২৯ অক্টোবর শনিবার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপজেলায় সর্বশেষ ২০১২ সালের ১৪ মে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। প্রায় এক দশক পরে অনুষ্ঠেয় কাঙ্খিত এ সম্মেলনকে ঘিরে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আপামর নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। পৌর শহরে পদ প্রত্যাশীদের তোরন,ব্যানার,ফেষ্টুন ও পোষ্টারে ছেয়ে গেছে। বিশেষ করে সভাপতি পদ প্রত্যাশী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুকের অসংখ্য তোরন,ব্যানার,ফেষ্টুন,টি শার্ট ও পোষ্টার সবার নজর কেড়েছে। এদিকে কাউন্সিলের দিনক্ষন চূড়ান্ত হওয়ার পর থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদ পেতে সম্ভাব্য প্রার্থীরা আওয়ামী লীগের কেন্দ্রীয়,জেলা ও স্থানীয় নেতৃবৃন্দের সমর্থন পেতে নানা ভাবে লবিং-তদবির ও দৌঁড়ঝাপ করছেন। সভাপতি পদে যাদের নাম আলোচিত হচ্ছে তাদের মধ্যে বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য, বানারীপাড়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও টানা চার বার নির্বাচিত জননন্দিত উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ফারুকের নাম সবচেয়ে বেশী আলেচিত হচ্ছে। পৌরসভা ও উপজেলার ৮টি ইউনিয়নের আওয়ামী লীগের তৃনমূলের সাধারণ নেতা-কর্মী-সমর্থকরা দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তাকে সভাপতি করার জন্য বঙ্গবন্ধুর ভাগ্নে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের কাছে জোর দাবি জানিয়েছেন। ছাত্রজীবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহান আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের মাধ্যমে গোলাম ফারুকের রাজনীতিতে হাতে খড়ি। তিনি ১৯৭৯ সালে চাখার সরকারি ফজলুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালণ করেন। জিয়াউর রহমানের শাসনামলে আওয়ামী লীগ করার অপরাধে তার বাবা চাখার কো-অপারেটিভ ব্যাংকের তৎকালীণ সভাপতি ডা. মোতাহার উদ্দিনকে ৩টি মিথ্যা মামলা দিয়ে হয়রাণি করা হয়। তৎকালীণ চাখার কলেজ শাখা ছাত্রলীগ নেতা গোলাম ফারুক বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ সৈয়দ আমিনুল ইসলাম জাকিরের নেতৃত্বে স্বৈরাচার জিয়াউর রহমান সরকারের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেন। ১৯৭৯,৮৬,৯১,৯৬,২০০১,২০০৮,২০১৪ ও সর্বশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থীর পক্ষে নির্বাচনী কর্মকান্ডে বিশেষ ভূমিকা পালণ করেন। ১৯৯১-৯৬ ও ২০০১-০৬ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের বিভীষিকাময় শাসনামলে গোলাম ফারুক নির্যাতিত আওয়ামী লীগ নেতা-কর্মীদের পাশে থেকে নানা ভাবে তাদেরকে সহায়তা করেছেন। ২০০৭ সালে ওয়ান ইলেভেনে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে তিনি দলীয় সভাপতি শেখ হাসিনার মুক্তি আন্দোলনসহ দলের সকল আন্দোলন-সংগ্রামে ঢাকার রাজপথ ও এল্কাায় সরব ছিলেন। ২০০৭ সালে প্রলয়ংকরী ঘুর্ণিঝড় সিডরে তিনি দু’হাত প্রসারিত করে দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষের পাশে অকৃপনভাবে দাঁড়িয়েছিলেন। এলাকায় সকল মসজিদ,মন্দির, শিক্ষা ও সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নে তার বিশেষ অবদান রয়েছে। এসব কারনে তিনি এলাকায় ‘দানবীর’ হিসেবে খ্যাতি লাভ করেছেন। পিতৃসম জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির একান্ত স্নেহভাজন আলহাজ¦ গোলাম ফারুক তাঁর নির্দেশনায় বানারীপাড়া ছাড়াও জেলার অপর উপজেলাগুলোর সকল পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে বিশেষ ভূমিকা রাখেন। বরিশাল সিটি নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্বাচনেও তিনি বিশেষ ভূমিকা পালণ করেন। সদালপি,বিনীয়,প্রজ্ঞাবান দূরদর্শি সম্পন্ন উদার চিত্তের নেতা গোলাম ফারুক ধীরে ধীরে দলীয় নেতা-কর্মীদের কাছে আস্থা ও ভরসার প্রতিকে পরিণত হয়েছেন। তাই তারা কাঙ্খিত এ সম্মেলনে জনপ্রিয় জননেতা মুজিব অন্তঃপ্রাণ আলহাজ¦ গোলাম ফারুককে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে দেখতে চান। প্রসঙ্গত, আগামীকাল ২৯ অক্টোবর শনিবার সকাল ১০টায় বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠেয় এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহবায়ক,আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির জ্যেষ্ঠ সদস্য এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি উপস্থিত থাকবেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহে আলম,কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য আনিসুর রহমান প্রমুখ উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।