ডেস্ক রিপোর্ট: মার্কিন লাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, আগামী বছরের মধ্যেই তারা বাংলাদেশকে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যাকজ্যাক ইউএএ, ৩৫ ফুটের নিরাপদ পেট্টোল বোট এবং অনমনীয় হাল বোট দেবে। এ তিনটি সিষ্টেমের মাধ্যমে বাংলাদেশ শান্তি মিশনে কাজ করতে পারবে।দেশের সার্বভৌমত্ব রক্ষায়ও কাজ দেবে অত্যাধুনিক এই তিন সিষ্টেম। খবর আমাদের সময়.কম
তিনি বলেন, ফরেন মিলিটারি সেলসের আওতায় যুক্তরাষ্ট্র যথাসময়ে বাংলাদেশকে আরো অত্যাধুনিক সরঞ্জাম দিতে প্রস্তুত।
এটি পেতে হলে উভয় পক্ষকে একটি চুক্তিতে সম্মন হতে হবে, যার নাম জেনারেল সিকিরিউটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট, সংক্ষেপে জিএসওএমআইএ।
সম্প্রতি রাজধানীর ডিফেন্স সার্ভিস কমান্ড এন্ড স্টাফ কলেজে মার্কিন পরাষ্ট্রনীতি বিষয়ক এক আলোচনায় একথা বলেন তিনি।