Home জাতীয় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে; তিন নম্বর সংকেত

ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে; তিন নম্বর সংকেত

23

ডেস্ক রিপোর্ট: সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে।এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপ দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।আহহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেনে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে নি নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তবঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকুলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।