Home সারাদেশ বানারীপাড়ায় ৪র্থ শ্রেণীর শিশু শিক্ষার্থীকে নির্দয়ভাবে পিটিয়ে জখম

বানারীপাড়ায় ৪র্থ শ্রেণীর শিশু শিক্ষার্থীকে নির্দয়ভাবে পিটিয়ে জখম

42

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডে এক শিশুকে নির্দয়ভাবে পিটিয়ে জখম করা হয়েছে। জানাগেছে, পৌরসভার ১নং ওয়ার্ডের প্রবাসী জাকির হোসেন খালাসীর ছোট ছেলে বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর মেধাবী ছাত্র জুবায়ের ইসলাম অভিক (১১) সমবয়সী বন্ধুদের নিয়ে ১৯ আগস্ট বিকেলে একই এলাকার মো. নুরুল হকের সন্ধ্যা নদীর তীরবর্তী চরে রাখা একটি ট্রলারের ওপরে ওঠে খেলছিল। এ সময় নুরুল হক ও তার স্ত্রী শাহিদা দেখতে পেয়ে অভিকদের লক্ষ্য করে ইট ও হাড়ি-পাতিল ছুড়ে মারে। এতে অভিকের পা ও মুখ কেটে রক্তাক্ত হয়। পরের দিন (২০ আগস্ট) বিকেল ৪ টার দিকে আগের দিনের ধারাবাহিকতায় অভিকের বাড়ির সামনে এসে নুরুল হক ও তার স্ত্রী শাহিদা অকথ্য ভাষায় গালাগাল করে। এ সময় অভিককে বাসার সামনে পেয়ে নুরুল হক ও তার স্ত্রী শাহিদা এলোপাথারিভাবে কিল,ঘুষি ও লাথি মেরে গুরতর জখম করে। এসময় ঝাড়– দিয়ে পিটানোর ফলে অভিকের শরীরে ঝাড়–র অসংখ্য শলা বিদ্ধ হয়। তার ডাকচিৎকার শুনে মা আইরিন সুলতানা ডলিসহ প্রতিবেশিরা এগিয়ে আসলে খুন-জখমের হুমকি দিয়ে নুরুল হক ও তার স্ত্রী শাহিদা চলে যায়। পরে অভিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বানারীপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ২১ আগস্ট তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করা হয়। এ ব্যপারে অভিকের মা আইরিন সুলতানা ডলি বাদী হয়ে ২০ আগস্ট রাতে বানারীপাড়া থানায় নুরুল হক (৫০), তার স্ত্রী শাহিদা (৪০) ও ছেলে শাহরিয়ার (২০) কে আসামী করে অভিযোগ দায়ের করেন। ওই দিন রাতেই থানা পুলিশ অভিকের বাসা ও ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে শিশু শিক্ষার্থী অভিককে অমানবিকভাবে নির্যাতনের বিষয়ে বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাহাদ সুমন তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী বলেন,শিশুটিকে নির্দয়ভাবে পিটানোর প্রমান পেয়েছি । এ ব্যপারে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।