Home রাজনীতি প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজন আ’লীগের

প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজন আ’লীগের

34

স্টাফ রিপোর্টার: আগামী ২৩জুন ৭৩ বছরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা দল আওয়ামী লীগ। পদ্মাসেতু উদ্বোধন হবে আগামী ২৫ জুন। তাই এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভাসহ রাজধানী ও সারাদেশের থানা-ওয়ার্ড,ইউনিয়ন এবং জেলার দলীয় কার্যালয়গুলোতে আলোচকসজ্জা করার নির্দেশনা দিয়েছে দলটি। তবে নিয়ম রাখার গদবাধা আয়োজনের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালনে প্রস্তুতি নিচ্ছে ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ।
দলীয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ২৩জুন দলের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নানা কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ। দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী, র‌্যালি, প্রচার ও পুস্তিকা প্রকাশ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ থাকছে ব্যতিক্রমী আরও কিছু আয়োজন। এদিকে এবারে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীতে ব্যানার ও পোস্টারে ব্যক্তিগত ছবি ব্যবহার না করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া রাজধানীজুড়ে বর্ণিল সাজে সাজাবে আওয়ামী লীগ। ঢাকা শহরের বিভিন্ন স্থাপনা যা আওয়ামী লীগের অতীত ঐতিহ্যকে তুলে ধরে এমনভাবে আলোকসজ্জা করা হবে। এছাড়া ইভেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে কিছু ব্যানার, ফেস্টুন করা হবে। প্রতিষ্ঠার স্মৃতিবিজড়িত রোজ গার্ডেন হয়ে নবাবপুর, নবাবপুর থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয় ও রাজধানীজুড়ে ঐতিহ্যের আলোয় সজ্জিত করে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করবে দলটি। তবে প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ছবি ব্যবহারে কেন্দ্রীয় নির্দেশনা কঠোরভাবে মানার আহ্বান করেছেন দলের নেতারা। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীসহ জেলা ও উপজেলা পর্যায়েও আলোকসজ্জার করবে আওয়ামী লীগ।
সূত্রে আরো জানা গেছে, আগামী বৃহস্পতিবার ২৩ জুন সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিষ্ঠাবাষির্কীর কর্মসূচির উদ্বোধন করবেন দলীয় সভাপতি শেখ হাসিনা। এরইমধ্যে তৃণমূলে নির্দেশনা দেয়া হয়েছে। তূণমূলে পাঠানো ওই নির্দেশনায় কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় করে কর্মসূচি পালনের পাশাপাশি জেলা-উপজেলা এবং ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত আলাদা আলাদা কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজাল হোসেন বলেন, এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও জেলাসহ উপজেলা কার্যালয়গুলোকে আলোকসজ্জা করার নির্দেশনা দেওয়া হয়েছে। গত শুক্রবার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একইসভায় আগামী ২৫ জুন স্বাপ্নের পদ্মাসেতু উদ্বোধনের দিন জেলা সদরে এক গণর‌্যালীর ও আয়োজন করার সিদ্বান্ত নেওয়া হয়েছে। এছাড়াও নরসিংদী-গাজীপুর,মুন্সীগঞ্জসহ বেশ কয়েকটি জেলার নেতারা একইসুরে কথা বলেছেন।
প্রতিষ্ঠাবার্ষিকীতে জাঁকজমক থাকবে থানা-ওয়ার্ড: দলের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীকে জাঁকজমকভাবে উদযাপন করবে ঢাকা মহানগর উত্তর-দক্ষিন আওয়ামী লীগ ও থানা-ওয়াডের্র নেতারা। এতথ্য জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী। তিনি জানান, ইতিমধ্যে আমরা প্রতিটি থানা-ওয়ার্ডের নেতাদের নির্দেশনা দিয়েছি দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিজ নিজ এলাকার দলীয় কার্যালয়গুলোকে আলোকসজ্জা এবং জাতির পিতার ঐতিহাসিক ভাষন প্রচারের জন্য। একইসাথে এদিন প্রতিটি থানা এলাকায় গনর‌্যালী উদ্যাপনের নির্দেশনাও দেওয়া হয়েছে। এ বিষয়ে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু বলেন, দেশজুড়ে আপামর সাধারণ জনতা স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন নিয়ে উল্লাসিত-আনন্দিত। এই আনন্দের দুইদন আগে ২৩জুন আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকী আরেকধাপ আনন্দকে বাড়িয়ে দিয়েছে। এদিন ৭৩ পাউণ্ড কেক কেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবেন বলেও জানান তিনি। একপ্রশ্নের জবাবে তিনি বলেন, পদ্মাসেতু ইদ্বোধনের আগ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের প্রত্যেক এমপিকে নিজ নিজ এলাকায় সর্তক থাকার নির্দেশনা দিয়েছেন। উনার নির্দেশনা মেনে দলীয় নেতাকর্মীদের নিয়ে আমরা মাঠে আছি। বিএনপি-জামায়াত যতই লাফালাফি করুক, বাংলাদেশে আর কখনো ৭৫ ফিলে আসবে না। পদ্মাসেতুকে ঘিরে কেউ কোনো ধরনের ষড়যন্ত্রে মেতে উঠলে কঠোর ভাবে প্রতিরোধ করার ঘোষনা দেন কাজী মনিরুল ইসলাম মনু। ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু বলেন, আগামী ২৫জুন নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ২৩জুন আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকী। এই দুইটি উৎসব সফলভাবে উদ্যাপনের মধ্যদিয়ে আরেকটি বিজয় আওয়ামী লীগের হাত ধরে অর্জিত হবে। তিনি বলেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ওয়ারী থানা আওয়ামী লীগের প্রতিটি কার্যালয়কে আলোকসজ্জার পাশাপাশি বর্তমান সরকারের টানা তিন মেয়াদের নানামুখী উন্নয়নের চিত্র তুলে ধরা হবে। একইসুরে কথা বলেছেন কদমতলী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ কুমার ভোমিক। তিনি বলেন,৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কদমতলী থানা এলাকার গুরুত্বপূর্ণস্থান ও ক্লাবগুলোকে বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হবে। ডিএসসিসি ৪৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আবুল কালাম অনু বলেন, পদ্মাসেতুকে ঘিরে নাশকতার ষড়যন্ত্র করতে পারে বিএনপি-জামায়াত, তাই প্রতিদিন নেতাকর্মীদের নিয়ে সকাল-বিকাল যাত্রাবাড়ি চৌরাস্তায় সর্তক অবস্থা আছি। ২৩জুন যাত্রাবাড়ি চৌরাস্তায় একটি আনন্দ মিছিল করবেন বলেও জানান তিনি। একইকথা বলেছেন ঢাকা মহানগর উত্তার-দক্ষিন আওয়ামী লীগের প্রতিটি থানা-ওয়ার্ড নেতারা।