Home জাতীয় বরিশালের চরবাড়িয়ায় সেই আ’লীগ নেতা সুরুজের বিরুদ্ধে অভিযোগের পাহাড় তবুও…

বরিশালের চরবাড়িয়ায় সেই আ’লীগ নেতা সুরুজের বিরুদ্ধে অভিযোগের পাহাড় তবুও…

60

বরিশাল অফিস: বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মাহাতাব হোসেন সুরুজ এর বিরুদ্ধে অভিযোগের পাহাড় তবুও ফের আওয়ামী লীগের টিকিট পেয়ে ত্রাসের রাম রাজত্ব কায়েমে একচ্ছত্র আধিপত্য বিস্তারে আরো যেনো বেপরোয়া হয়ে উঠছে। এই সুরুজের বিরুদ্ধে জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় অসংখ্যবার দুর্নীতি-অনিয়ম-লুটপাটসহ সন্ত্রাসী কর্মকান্ডের সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু তার লাগাম টেনে ধরতে পারেনি কেউ। দুর্নীতিতে বেপরোয়া সুরুজের বিরুদ্ধে রয়েছে চরবাড়িয়া গুচ্ছগ্রামে ঘর বরাদ্ধে লেনদেনের অভিযোগ। এ বিষয়ে প্রিন্ট মিডিয়া ও বেসরকারি টেলিভিশন চ্যানেলেও সংবাদ প্রকাশিত হয়েছে। কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি জবর দখলেরও অভিযোগ রয়েছে সরুজের বিরুদ্ধে। এ বিষয়ে সংবাদপত্রে ফলাউ করে সংবাদ প্রকাশিতও হয়েছে। এবং বেসরকারি টেলিভিশন চ্যানেলেও গুরুত্বসহকারে সংবাদ প্রকাশ হয়। ‘গণপূর্তের শত কোটি টাকার সম্পত্তি আ’লীগ নেতার দখলে’ এই শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। অবশ্য পরবর্তীতে ওই সম্পত্তি জবর দখল থেকে উচ্ছেদ করতে সক্ষম হয় গণপূর্ত। স্থানীয়সহ বিভিন্ন সূত্রের ভাষ্য-মাহাতাব হোসেন সুরুজ একের পর এক অপরাধের ফিরিস্ত রচনা করে চললেও এ যেনো দেখার কেউ নেই। এলাকায় তিনি গড়ে তুলেছেন অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী। এই অস্ত্রধারী বাহিনী দিয়ে এলাকায় চাঁদাবাজি,দখল,সন্ত্রাস,লুটপাটসহ নানাবিধ অপকর্ম চালিয়ে আসছে। সুরুজ বাহিনীর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হলেও এলাকার শান্তিপ্রিয় মানুষ ভয়ে মুখ খুলতে পারছেনা। কেউ প্রতিবাদ করলে তার আর রক্ষা নেই। এদিকে, বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো: শহিদুল ইসলাম (ইটালী)অভিযোগ করে বলেন, আমার জনপ্রিয়তায় ইশ্বান্বিত হয়ে বেসামাল হয়ে পড়েছে আওয়ামী লীগের প্রার্থী মাহাতাব হোসেন সুরুজ। আমার নির্বাচনী প্রচারনায় নানা শ্রেনী পেশার মানুষের ব্যাপক অংশগ্রহনে টালমাটাল হয়ে পড়েন সুরুজের পালিত ক্যাডার বাহিনী। অত:পর সুরুজ বাহিনী বেপরোয়া হয়ে উঠে। নির্বাচনী প্রচারনায় একের পর এক অব্যাহত হামলা চালিয়ে আসার অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী মো: শহিদুল ইসলাম। তিনি অভিযোগ করে বলেন, আমার প্রতিটি নির্বাচনী প্রচারনায় চেয়ারম্যান প্রার্থী সুরুজের পালিত ক্যাডার বাহিনী হামলা চালিয়ে আসছে। এবং আমার কর্মীদের বিভিন্নস্থানে মারধর করছে। এছাড়া ইউনিয়নের বিভিন্নস্থানে আমার নির্বাচনী পোস্টার,সাইনবোর্ড ছিড়ে ফেলা হয়েছে। স্থানীয় সূত্র জানায়- ইউনিয়নের মকবুল হোসেন প্রাথমিক বিদ্যালয়ের সামনে শনিবারও চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো: শহিদুল ইসলাম (ইটালী) এর পোষ্টার ও সাইনবোর্ড ছিড়ে ফেলে। শনিবার বেলা ১২টার দিকে আওয়ামী লীগের প্রার্থী মাহাতাব হোসেন সুরুজ এর ক্যাডার নবাব এর নেতৃত্বে একদল সন্ত্রাসীরা পোষ্টার ও সাইনবোর্ড ছিড়ে ফেলে উল্লাস করে। স্বতন্ত্র প্রার্থী মো: শহিদুল ইসলাম (ইটালী)অভিযোগ করে বলেন, সুরুজের অস্ত্রধারী ক্যাডার বাহিনী আমার কর্মীদের হুমকি-ধামকী দিয়ে আসছে। এবং আমিও বর্তমানে জীবনের চরম নিরাপত্তাহীনতায় বসবাস করছি। যেকোন সময় সুরুজের অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী আমার এবং আমার পরিবারের বড় ধরণের ক্ষতি করতে পারে। এসব প্রসঙ্গে মাহাতাব হোসেন সুরুজ বলেন, আমার বিরুদ্ধে এসব শুধুই অপপ্রচার চালানো হয়েছে। আমি কোন অন্যায়-অনিয়মের সঙ্গে জড়িত নই।