Home ধর্ম হজযাত্রীদের পাসপোর্ট জমা দেওয়া যাবে ১০মে পর্যন্ত

হজযাত্রীদের পাসপোর্ট জমা দেওয়া যাবে ১০মে পর্যন্ত

53

ডেস্ক রিপোর্ট: হজ যাত্রীদের সুবিধার্থে বায়োমেট্রিক ভিসার কার্যক্রম ও সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের পাসপোর্ট হজ অফিস, আশকোনা, ঢাকায় জমা দেওয়ার সময় সীমা আগামী ১০মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
আগামী ৫মে থেকে সৌদি দূতাবাস হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে।এজন্য সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসা আবেদন কার্যক্রম শেষ করে পাসপোর্ট আগামী ১০মে ২০২৩-এরমধ্যে ঢাকার আশকোনা হজ অফিস জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
হজ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।