Home জাতীয় বজ্রসহ বৃষ্টি হতে পারে

বজ্রসহ বৃষ্টি হতে পারে

33

ডেস্ক রিপোর্ট : অতি প্রবল ঘূর্ণিঝড় ’মোখা’ গতকাল সন্ধ্যায় কক্সবাজার-মায়ানমার উপকূল অতিক্রম সম্পন্ন করেছে এবং উত্তর-উত্তরপূর্ব দিকে
অগ্রসর হয়ে আজ সকাল (১৫ মে ) দুর্বল হয়ে গভীর নিম্নচাপ পরিনত হয়েছে। এটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিনত
হয়ে গুরুত্বহীন হয়ে পড়বে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
আবহাওয়া অফিস জানিয়েছেন: রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হ্ওায়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
রাজশাহী জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় বাতাসের গতি ও দিক : দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১২) কিঃ মিঃ ।
আজ সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৪৯%
আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৬ টা ৩৪ মিনিট।
আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ১৬ মিনিট।
পরবর্তী ৪৮ ঘন্টার আবহাওয়ার অবস্থা (২ দিন) সামান্য পরিবর্তন হতে পারে ।
বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থা : উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

গত ২৪ ঘন্টার বৃষ্টিপাতের পরিমাণ (আজ সন্ধ্যা ০৬ টা পর্যন্ত) এবং আজকের সর্বোচ্চ ও আ