Home জাতীয় ফুলতলায় কলেজছাত্র হত্যাকান্ডে পরিবারকে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা

ফুলতলায় কলেজছাত্র হত্যাকান্ডে পরিবারকে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা

48

ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ ফুলতলা এম এম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সৈয়দ আলিফ রোহান হত্যাকান্ডের ঘটনায় মামলা পরিচালনার লক্ষ্যে তার পরিবারের হাতে গতকাল বুধবার বেলা ১২ টায় কলেজের পক্ষ থেকে ৫০ হাজার টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ গর্ভনিং বডির সভাপতি সাদিয়া আফরিন। এ সময় উপস্থিত ছিলেন ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, ক্রীড়া সংস্থা ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, দমোদর ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, সহকারী অধ্যপক ফুটলাল দত্ত, সহকারী অধ্যাপক কাঁজল বৈরাগী, প্রভাষক প্রসেনজিৎ, প্রভাষক রেজাউল ইসলাম, প্রভাষক বিল্লাল হোসাইন প্রমুখ। উল্লেখ্য, ফুলতলা উপজেলার পায়গ্রাম কসবা এলাকার রহমানিয়া এলিমেন্টারি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে কিশোর গ্যাংয়ের সদস্যরা মেয়েদের ছবি তোলা, ইভটিজিং ও উত্যক্ত করার সময় বাঁধা প্রদান করে ভিকটিম সৈয়দ আলিফ রোহান। পরবর্তীতে, ৩১ মার্চ ঐ কিশোর গ্যাংয়ের ৫ সদস্য পরিকল্পিতভাবে ফুলতলা এম এম কলেজ ক্যাম্পাসের অভ্যন্তরে ছুরিকাঘাতে নৃশংসভাবে খুন করে সৈয়দ আলিফ রোহানকে। পরে, গত ০১ এপ্রিল নিহতের পিতা সৈয়দ আবু তাহের বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ফুলতলা থানায় একটি হত্যা মামলা (নং- ০১) দায়ের করেন।