Home প্রচ্ছদ চায়না কমিউনিস্ট পার্টি আয়োজনে ‘বিশ্ব রাজনৈতিক দল শীর্ষ সম্মেলন’ আগামীকাল

চায়না কমিউনিস্ট পার্টি আয়োজনে ‘বিশ্ব রাজনৈতিক দল শীর্ষ সম্মেলন’ আগামীকাল

34

ডেস্ক রিপোর্ট: কমিউনিস্ট পার্টি অব চায়না-সিপিসি’র আন্তর্জাতিক বিভাগ-আইডিসিপিসি’র বরাতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম জানিয়েছেন, কমিউনিস্ট পার্টি অব চায়না-সিপিসি’র উদ্যোগে আগামীকাল ৬ জুলাই বাংলাদেশ সময় দুপুর ২টায় ‘বিশ্ব রাজনৈতিক দল শীর্ষ সম্মেলন’ অনুষ্ঠিত হবে। এ শীর্ষ সম্মেলনটি ভিডিও লিঙ্কের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। কমিউনিস্ট পার্টি অব চায়না-সিপিসি’র ১০০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কমিউনিস্ট পার্টি অব চায়না-সিপিসির আন্তর্জাতিক বিভাগ-আইডিসিপিসি এ ‘বিশ্ব রাজিনৈতিক দল শীর্ষ সম্মেলন’-এর আয়োজন করেছে। এ শীর্ষ সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে: ‘জনগণের কল্যাণ: রাজনৈতিক দলের ভুমিকা।’ শীর্ষক সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয়ের উপর মূল বক্তব্য উত্থাপন করবেন কমিউনিস্ট পার্টি অব চায়না-সিপিসির সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী চীন সরকারের প্রেসিডেন্ট কমরেড শি জিংপিং।
এ বিশ্ব রাজনৈতিক দল শীর্ষ সম্মেলনে বিশ্বের ১৬০টি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের ৫০০ পাঁচ শতাধিক শীর্ষ নেতা এবং দশ সহস্রাধিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন। এ বিশ্ব রাজনৈতিক দল শীর্ষ সম্মেলনে কমিউনিস্ট পার্টি অব চায়না-সিপিসি’র বন্ধুপ্রতীম দল হিসাবে বাংলাদেশ থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি, বাংলাদেশের সাম্যবাদী দল (মা-লে)-এর সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপিসহ দলীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। এ ছাড়াও বাংলাদেশ থেকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির প্রতিনিধি অংশগ্রহণ করবেন।
আব্দুল্লাহিল কাইয়ূম আরও জানিয়েছেন, বিশ্ব রাজনৈতিক দল শীর্ষ সম্মেলনের প্রস্তুতি হিসাবে গত ২৬ জুন এবং আজ ৫ জুলাই অংশগ্রহণকারী দল সমুহের প্রতিনিধিদের অংশগ্রহণে পরীক্ষামূলক ভার্চুয়াল সম্মেলন হয়েছে।