Home জাতীয় কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে আর্টিজানাল ফিশারস্ কংগ্রেস

কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে আর্টিজানাল ফিশারস্ কংগ্রেস

55

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটায় আর্টিজানাল ফিশারস্ কংগ্রেস -২০২২ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী সিকদার রিসোর্ট এন্ড ভিলা মিলনায়তনে এনহ্যান্সড কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশ (ইকোফিশ-২) এবং পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় এ কংগ্রেস’র আয়োজন করে। ইকোফিশ-২, ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ এর টিম লিডার প্রফেসর ড. আব্দুল ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিকল্পনা কমিশন (সাধারণ অর্থনীতি বিভাগ) এর সদস্য ইমেরিটাস অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.স্বদেশ চন্দ্র সামন্ত, অর্থ মন্ত্রণালয়ের (অর্থনৈতিক সম্পর্ক বিভাগ) অতিরিক্ত সচিব মাহবুবা পান্না, মৎস্য অধিদফতরের (সামুদ্রিক) পরিচালক ড.মো.শরীফ উদ্দিন, পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, বিভাগীয় বনকর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। কংগ্রেস অনুষ্ঠিত অনলাইনে যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন,ওয়ার্ল্ড ফিশ মহাপরিচালক ড.এসাম ইয়াসিন মোহাম্মদ।
দিনভর এ কংগ্রেসে মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ, মৎস্য সহ-ব্যবস্থাপনা নেতৃবৃন্দ, মৎস্যজীবী নারী, যুবক, সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, গবেষক, উন্নয়ন সহযোগী এবং এনজিও প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন।
কংগ্রেস অনুষ্ঠানে বাংলাদেশের আর্টিজানাল মৎস্যজীবীদের অবদানকে তুলে ধরা এবং টেকসই সামুদ্রিক মৎস্য ব্যবস্থাপনায় অংশীজনের সাথে মতবিনিময় করেন। তারা খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থানে আর্টিজানাল মৎস্যজীবীদের অবদানকে স্বীকৃতি দেয়া, ইলিশের উৎপাদন বৃদ্ধিতে মৎস্যজীবীদের অবদানকে যথাযথ ভাবে তুলে ধরা, মৎস্যজীবীদের জীবন-মান উন্নয়নে ইকোফিশের কার্যক্রম তুলে ধরা, জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা বাড়ানো ও সুনীল অর্থনীতি বিকাশের নীতি নির্ধারণে মৎস্যজীবীদের ভূমিকা তুলে ধরেন।
এছাড়া এ কংগ্রেস অনুষ্ঠানে সমুদ্রগামী ১০ হাজার জেলে নৌকায় নেভিগেশন ডিভাইস এর আওতায় নেয়ার সিদ্ধান্ত বা¯Íবায়নের লক্ষ্য গ্রহণ করা হয়। আলোচনা সভা শেষে মৎস্যজীবী ১৫ জন নারী পুরুষকে পুরস্কৃত করা হয়।