ডেস্ক রিপোর্ট: ফিফা মহিলা বিশ্বকাপ উৎসবমুখর পরিবেশে উদ্বোধন হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ জুলাই) আয়োজক দেশ নিউজিল্যান্ডের ইতিহাসের সবচেয়ে বেশি প্রায় ৫০ হাজার দর্শক উস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে।উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে নিউজিল্যান্ড ও নরওয়ে মুখোমুখি হয়।এ খেলায় ১-০ গোলে জয় পেয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। প্রথমদিন দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডে হারিয়ে জয় তুলে নেয় আর এক আয়োজক অস্ট্রেলিয়া।

১৯৯১ সালে মহিলা বিশ্বকাপ ফুটবল টুর্ণামেন্টে মোট ১২টি দল অংশ নিয়েছিল। ক্রমে দলের সংখ্যা বাড়তে থাকে। এ বছর দলের সংখ্যা ৩২। যা ফিফার পুরুষ বিশ্বকাপ টুর্ণামেন্টের দলের সমান।
২০১৫ সালে কানাডায় এ টুর্ণামেন্টে ১৩ লাখ দর্শক সমবেত হয়েছিল। চলতি বছর এ পর্যন্ত প্রায় ১৪ লাখ টিকিট বিক্রি হয়েছে।