Home আন্তর্জাতিক প্রথমবারের মতো মানুষের শরীরে বার্ড ফ্লু শনাক্ত

প্রথমবারের মতো মানুষের শরীরে বার্ড ফ্লু শনাক্ত

41

ডেস্ক রিপোর্ট: চীনে এই প্রথম মানব শরীরে এইচ৩এন৮ বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। তবে চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, মানুষের মধ্যে এই ফ্লু’র ব্যাপক সংক্রমণের ঝুঁকি কম। মঙ্গলবার (২৬ এপ্রিল) দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন এনএইচসি এই খবরটি জানিয়েছে।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ৪ বছর বয়সী এক শিশুর দেহে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে।

চীনের মধ্যাঞ্চলের হেনান প্রদেশের ৪ বছর বয়সী এক শিশু জ্বর এবং অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলে, তার শরীরে এই বার্ড ফ্লু ধরা পড়ে। এক বিবৃতিতে এনএইচসি জানায়, শিশুটির বাড়িতে মুরগী এবং গরু পালন করা হয়। সেখান থেকেই সে আক্রান্ত হয়েছে। তবে তার সংস্পর্শে আসা অন্য কোন ব্যক্তির মধ্যে কোন উপসর্গ লক্ষ করা যায়নি।

বিবৃতিতে আরও বলা হয়, এর আগে এইচ৩এন৮ বার্ড ফ্লু পৃথিবীর অন্যান্য জায়গায় ঘোড়া, পাখি এবং সিল মাছের মধ্যে শনাক্ত হয়েছিল। কিন্তু মানবশরীরে আগে এর অস্তিত্ব পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, এই ভাইরাসের কারণে মহামারির আশংকা কম।

তবে সবাইকে মৃত ও অসুস্থ পাখি থেকে দূরে থাকতে সতর্ক করা হয়েছে। পাশাপাশি জ্বর বা শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।-ইত্তেফাক