Home সারাদেশ মোংলায় রূপান্তরের ক্রেইন প্রকল্পের আয়োজনে কর্মশালা

মোংলায় রূপান্তরের ক্রেইন প্রকল্পের আয়োজনে কর্মশালা

34

মোংলা থেকে মো. নূর আলমঃ বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের ক্রেইন প্রকল্পের আয়োজনে ৪ ডিসেম্বও রবিবার সকালে পৌর মিলনায়তনে মোংলাপোর্ট পৌরসভার পুষ্টি এবং ওয়াশখাতে বরাদ্দকৃত বাজেটের ব্যবহার নিয়ে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় অনুষ্ঠিত এ পরিকল্পনা সভায় সভাপতি ও প্রধান অতিথির বক্তৃতা করেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাগেরহাট জেলা আহবায়ক সাংবাদিক মো. নূর আলম শেখ, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ হুমায়ুন হামিদ নাসির, কাউন্সিলর শেখ কবির হোসেন, বাহাদুর মিয়া, মোঃ সরোয়ার হোসেন, সংরক্ষিত কাউন্সিলর জাহানারা হোসেন চানু, জোহরা বেগম, শিউলি আকন, সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব আবু সাঈদ খাঁন, সাংবাদিক মাহমুদ হাসান, সাংবাদিক সোহাগ মোল্যা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নেতা সাংবাদিক হাসিব সরদার, সাংবাদিক আলী আজীম প্রমূখ। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রূপান্তরের এ্যাডভোকেসি ক্যাম্পেইন কোর্ডিনেটর তসলিম আহমেদ টংকার, প্রজেক্ট কো-অর্ডিনেটর খালেদা হোসাইন মুন ও উপজেলা সিএস ও মোবিলাইজার বিপাশা রায়। পরিকল্পনা সভায় বক্তারা বলেন পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্প ক্রেইন এর লক্ষ্য মা ও শিশুর পুষ্টি উন্নয়ন করা। সরকারি ও বেসরকারি বিভিন্ন বিভাগ, কমিউনিটি এবং সুশীল সমাজের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পুষ্টি, কৃষি, সামাজিক সুরক্ষা এবং পানি ও পয়ঃনিষ্কাশন এই চারটি খাতকে সম্পৃক্ত করবে এই প্রকল্প। গর্ভবতী ও দুগ্ধ দানকারী নারী, শিশু, কিশোরী, সুবিধা বঞ্চিত পরিবার ও বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর পুষ্টির উন্নয়ন উদ্দেশ্যে এই কার্যক্রম পরিচালিত হবে।