Home রাজনীতি পাকিস্তানপন্থীদের বগলের নিচে রেখে দেশ শান্তি ও উন্নয়নের পথে আগাবে না–ইনু

পাকিস্তানপন্থীদের বগলের নিচে রেখে দেশ শান্তি ও উন্নয়নের পথে আগাবে না–ইনু

85

স্টাফ রিপোটার: ১৯৭১ সালের ১লা মার্চ জেনারেল ইয়াহিয়া খান সংসদ অধিবেশন স্থগিত ঘোষণা করার সাথে সাথেই ছাত্র-জনতার ‘স্বাধীন কর, স্বাধীন কর-বাংলাদেশ স্বাধীন কর’ শ্লোগান দিয়ে ঢাকার রাজপথ দখল, ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবন-বটতলায় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ-এর ছাত্র-জনসভায় স্বাধীনতা পতাকা প্রদর্শন ও পতাকা উত্তোলণ, ৩ মার্চ ঐতিহাসিক পল্টন ময়দানে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের ছাত্র-জনভায় বঙ্গবন্ধুর উপস্থিতিতে স্বাধীনতার ইশতেহার পাঠ, ৭ মার্চ সোহরাওয়ার্দি উদ্যানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মধ্যে দিয়ে সশস্ত্র মুক্তিযুদ্ধের ডাক, ৯ মার্চ পল্টনে স্বাধীনতার প্রশ্নে বঙ্গবন্ধুর নেতৃত্ব ও সংগ্রামের প্রতি মাওলানা ভাসানীর নিঃশর্ত সমর্থন ঘোষণা, ১০ মার্চ নিউমার্কেট এলাকায় জনসভায় বঙ্গবন্ধুর নেতৃত্বের প্রতি অধ্যাপক মোজাফফর আহমেদের সমর্থন জ্ঞাপন, ১৯ মার্চ জয়দেবপুর ক্যান্টমেন্টের বাঙালি অফিসার ও সৈনিকদের বিদ্রোহ, ২৩ মার্চ ঐতিহাসিক পল্টন ময়দানে ও সারা দেশে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ কর্তৃক আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার পতাকা উত্তোলন ও স্বাধীন বাংলা ছাত্রসংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ কর্তৃক স্বাধীনতার পতাকাবাহী কুঁচকাওয়াজ থেকে অভিবাদন গ্রহণ, স্বাধীনতার পতাকা নিয়ে ঢাকা নগরীর রাজপথে সামরিক কায়দায় কুচকাওয়াজ করে বঙ্গবন্ধুর বাসভবনে গিয়ে বঙ্গবন্ধুকে স্বাধীনতার পতাকা হস্তান্তর ও বঙ্গবন্ধুর বাসভবনে স্বাধীনতার পতাকা উত্তোলন, স্বাধীনতার লক্ষ্যে উত্থিত জাতিকে দমন ও ধবংস করতে ২৫ মার্চ রাতে পাক হানাদার বাহিনীর পোড়ামাটি নীতিতে ক্র্যাকডাউন ও নির্বিচার গণহত্যার সূত্রপাত, ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু কর্তৃক স্বাধীনতা ঘোষণাসহ ১৯৭১ সালের অগ্নিঝরা মার্চের ঐতিহাসিক বীরত্বপূর্ণ ও বিয়োগাত্মক ঘটনাবলীর স্মরণে ‘অগ্নিঝরা মার্চ’ হিসাবে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ১লা মার্চ ২০২২ মঙ্গলবার বিকাল ৪ টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক, আওয়ামী লীগ এর উপদেষ্টামণ্ডলির সদস্য, সাবেক মন্ত্রী, স্বাধীনতা সংগ্রামী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রবীন জননেতা জনাব আমীর হোসেন আমু এমপি; কেন্দ্রীয় ১৪ দলের অন্যতম শীর্ষ নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি, সাবেক মন্ত্রী, স্বাধীনতা সংগ্রামী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীন জননেতা জনাব রাশেদ খান মেনন এমপি; জাসদের সাধারণ সম্পাদক সংগ্রামী জননেতা জনাব শিরীন আখতার এমপি; জাসদ স্থায়ী কমিটির সদস্য, স্বাধীনতা সংগ্রামী বীরমুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য, প্রবীন জননেতা জনাব মোশাররফ হোসেন; জাসদের সহ-সভাপতি নুরুল আকতার, বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির, শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, মো: মোহসীন, ওবায়দুর রহমান চুন্নু, মীর্জা মো: আনোয়ারুল হক, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাতীয় কৃষক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফসি, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী প্রমূখ।