Home সারাদেশ ধর্মপাশায় মোয়াজ্জেম হোসেন রতন একাডেমির শিক্ষক-অভিভাবক মত বিনিময় সভা

ধর্মপাশায় মোয়াজ্জেম হোসেন রতন একাডেমির শিক্ষক-অভিভাবক মত বিনিময় সভা

181

রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মোয়াজ্জেম হোসেন রতন একাডেমির নতুন কারিকুলাম বাস্তবায়ন ও মূল্যায়ন বিষয়ক শিক্ষক ও অভিভাবক মতবিনিময় সভা করা হয়েছে।

১১ নভেম্বর সকাল ১১টায় উক্ত মতবিনিময় সভার কাজ আরম্ভ করা হয়।

উক্ত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন মোয়াজ্জেম হোসেন রতন একাডেমির ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য খন্দকার মোবারক হোসেন, সঞ্চালনায় ছিলেন অত্র মোয়াজ্জেম হোসেন রতন একাডেমির প্রধান শিক্ষক মাঈন উদ্দিন চৌধুরী।

এসময় আরও উপস্থিত ছিলেন খায়রুল বশর ঠাকুর খাঁন সদস্য, মোস্তাফিজুর রহমান আফজাল সদস্য, মোঃ তোফায়েল আহমেদ সদস্য, মোঃ দেলোয়ার হোসেন দুলাল সদস্য প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন মোয়াজ্জেম হোসেন রতন একাডেমির শিক্ষক/শিক্ষিকা বন্ধ ও অত্র একাডেমির ছাত্র/ছাত্রী এবং তাদের অভিভাবক বৃন্ধ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

এখানে বক্তারা ছাত্র/ছাত্রীদের নিয়মিত স্কুলে আসা,নিয়মিত পাঠদান এবং শিকার মান বৃদ্ধি করা সহ নতুন কারিকুলাম বাস্তবায়ন করার লক্ষ্যে আলোচনা করা হয়।

এবং প্রতি শ্রেণীতে সর্বোচ্চ উপস্থিতি নির্ধারন করে ছাত্র/ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।