Home জাতীয় নাটোরে করোনায় একজনের মৃত্যু ১৬১ জন আক্রান্ত

নাটোরে করোনায় একজনের মৃত্যু ১৬১ জন আক্রান্ত

29

বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি: গত ২৪ঘন্টায় নাটোরে করোনায় আ্রকান্ত হয়ে একজনের মৃত্যু এবং নাটোরে ৫৭০ জনের নমুনা পরীক্ষা করে ১৬১ জনের শরীরে নতুন করে করোনা সংক্রমন পাওয়া গেছে। মৃত ব্যক্তি বৃদ্ধা নলডাঙ্গা উপজেলার সোনাপাতিল গ্রামের মৃত আক্কাস আলীর স্ত্রী রিজিয়া বেগম। অপরদিকে গত ২৪ ঘন্টায় পিসিআরে ২৯০ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জন, ২৩২ জনের র‌্যাপিড এন্টজেন পরক্ষায় ৯৯ জন এবং ৪৮ জনের জিন এক্সপার্ট পরীক্ষায় ৩৩জন করোনা পজেটিভ শানক্ত হয়েছেন। আক্রান্তের হার ২৮.২৪ পার্সেন্ট । এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৩৫৫৮ জন। সুস্থ হয়েছেন১৭১৫ জন।মৃত্যু হয়েছে ৫০ জনের। নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য করোনা সংক্রমন বৃদ্ধির জন্য নাটোরের ৮টি পৌর এলাকায় গত ২৩ জুন থেকে আগামী ২৯ জুন পর্যন্ত সর্বাত্বক লক ডাউন ঘোষণা করা হয়েছে। আজকেই সর্বাত্বক লক ডাউনের শেষদিন। লক ডাউন সফল করতে ৮টি পৌর এলাকায় ভ্রাম্যমান আদালতের পাশাপাশি পুলিশ ব্যারিকেড তৈরি করে মানুষ ও যানচলাচল নিয়ন্ত্রন করছে।