Home জাতীয় পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে মোংলায় আনন্দ মিছিল

পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে মোংলায় আনন্দ মিছিল

29

মোংলা থেকে মো. নূর আলমঃ পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে ২৫ জুন শনিবার সকালে মোংলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে আনন্দ মিছিল বের হয় । আনন্দ মিছিলের পূর্বে উপজেলা পরিষদ চত্বরে আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১০টায় পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে আনন্দ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। সমাবেশে বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার মো. আসিফ ইকবাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শিক্ষাবিদ সুনীল কুমার বিশ্সবাস, থানা অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মো. নূর আলম শেখ, অধ্যক্ষ আবু সাইদ খান, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ মন্ডল, পৌর কাউন্সিলর মো. বাহাদুর মিয়া প্রমূখ। আনন্দ সমাবেশে বক্তারা বলেন পদ্মাসেতু আমাদের গৌরব, আত্মমর্যাদা ও সাহসের প্রতীক। দুটি বন্দর এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সাথে রাজধানীর সংযোগ স্থাপিত হবে। বক্তারা বলেন পদ্মাসেতু জাতীয় প্রবৃদ্ধিতে ১.২৩ এবং কৃষি জিডিপিতে ২.২২ ভাগ অবদান রাখবে। পন্য পরিবহনে ১০ ঘন্টা এবং যাত্রী পরিবহনে ২ ঘন্টা সময় বাঁচবে। স্বপ্নের পদ্মাসেতুকে বাস্তবে রূপ দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোংলাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁকে ধন্যবাদ জানান বক্তারা। আনন্দ সমাবেশ শেষে একটি আনন্দ মিছিল মোংলা শহর প্রদক্ষিণ করে এবং মোংলাবাসী একে অপরকে মিষ্টি খাইয়ে পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন করেন।