Home জাতীয় পদ্মা সেতু উদ্বোধনীতে মেনন-ইনুর প্রতিক্রিয়া

পদ্মা সেতু উদ্বোধনীতে মেনন-ইনুর প্রতিক্রিয়া

43

ডেস্ক রিপোর্ট: “পদ্মা সেতু সব ষড়যন্ত্রের উত্তর। এই সেতু বাঙালির আত্মবিশ্বাসের প্রতীক” বললেন বর্ষীয়ান বামপন্থী নেতা ও সাবেক মন্ত্রী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন। আর সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বললেন “এই সেতুর ওপর দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে আবারও দেশ শাসনের দায়িত্ব পাবে আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোট।” আজ (২৫ জুন ) গর্বের পদ্মা সেতু উদ্বোধনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই দুই নেতা এমন অনুভূতি প্রকাশ করেনে। 

এ সময় রাশেদ খান মেনন বলেন,  “একদিকে সারা দেশে বন্যা হচ্ছে, অন্যদিকে এই সেতু ঘিরে আনন্দের হিল্লোল বয়ে যাচ্ছে। এটি বিশ্বের বিস্ময়। অনেক ষড়যন্ত্র হয়েছে। পদ্মা সেতু সেই সব ষড়যন্ত্রের উত্তর। আগামী নির্বাচনে এই সেতু দেশকে সামনে অনন্য উচ্চতায় এগিয়ে নিয়ে যাবে।”