Home জাতীয় বৈষম্য দূরীকরণে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে : বিএনপিএস

বৈষম্য দূরীকরণে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে : বিএনপিএস

97

স্টাফ রিপোটার: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আয়োজিত আলোচনা সভায় বক্তারা বৈষম্য দূরীকরণে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিএনপিএস’র ঢাকা পশ্চিম কেন্দ্রের আয়োজনে রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুনেছা বেগম। আলোচনায় অংশ নেন সরকারী উদয়ন স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক শেখ বজলুল করিম, বিশিষ্ট ব্যবসায়ী রাকিবুল ইসলাম, বিএনপিএস কর্মকর্তা মো. হেলাল উদ্দিন প্রমূখ।
সভায় আলোচকবৃন্দ নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূর করার পাশাপাশি পরিবার, স্কুল কলেজ ও রাস্তা-ঘাটে নারীর জন্য অনুকুল পরিবেশ তৈরির আহবান জানান। তারা সম্পত্তিতে নারীর সম অধিকার নিশ্চিত করার দাবি জানান।
সভায় পরিবারে কন্যা শিশুর প্রতি বৈষম্য দূরিকরণে পিতা মাতার ভ’মিকা নিয়েও আলোচনা হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত র‌্যালিতে নারী প্রগতি সংঘ, নারী দল ও ইয়ুথ দলের সদস্যবৃন্দ অংশ গ্রহণ করেন।