Home জাতীয় পঞ্চগড়ে বীর মুক্তিযোদ্ধা দবিরুলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

পঞ্চগড়ে বীর মুক্তিযোদ্ধা দবিরুলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

103

নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের পাল্টাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম বুধবার (১০শে নভেম্বর) অনুমান ১০ ঘটিকার সময় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ১ কন্যা ৩ পুত্র, আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বিকাল ৫ঘটিকার সময় রাস্ট্রের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফ হোসেনের উপস্থিত থেকে এবং আটোয়ারী থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দী নের নেতৃত্বে একদল পুলিশ ফোর্সের অংশ গ্রহনে স্বাস্থ্য বিধি মেনে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে উপজেলা পরিষদের পক্ষ থেকে রাস্ট্রের পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ম্যান তৌহিদুল ইসলাম ও ইউএনও আরিফ হোসেন, পুলিশ বাহিনীর পক্ষ থেকে অফিসার ইনচার্জ ইজার উদ্দীন ও মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম পৃথক পৃথকভাবে ফুল দিয়ে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে শেষ শ্রদ্ধা জানান। পরে আলোয়াখোয়া উচ্চ বিদ্যালয় মাঠে রাস্ট্রীয় সম্মননা প্রদান করে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক গোরস্থানে মরহুম বীর মুক্তিযোদ্ধার দাফন কার্য সম্পন্ন হয়। জানাযার নামাজে অন্যদের মধ্যে আত্মীয়স্বজন,বন্ধুবান্ধব উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য হাবিবুল্লা বেলালী (হাবিব) ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দ সহ অনেকেই উপস্থিত ছিলেন।