Home জাতীয় পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালিত

পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালিত

55

নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের নানা কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে জেল হত্যা দিবস পালিত হয়েছে। জাতীয় চার নেতার প্রতি যথাযথ শ্রদ্ধা রেখে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে বুধবার (৩ নভেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যলয়ের সামনে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ সংক্ষিপ্ত আলোচনা সভা, দোয়া ও মাহফিল সহ নানা কর্মসূচি পালন করা হয়। এ সময় জলা আ্ওয়ামীলীগে সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, বীরমুক্তিযোদ্ধা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ টিএম সারোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটি কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন,যুগ্ন সাধারন সম্পাদক মির্জা এ্যাডভোকেট সারোয়ার হোসেনসহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,মহিলা আওয়ামীলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ,মহিলা যুবলীগ সহ বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৭৫ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী জাতীয় চার নেতা- সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান ও ক্যাপ্টেন এম মনসুর আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে নির্মমভাবে হত্যা করা হয়।