Home রাজনীতি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সংগ্রাম বেগবান করার আহবান জানান

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সংগ্রাম বেগবান করার আহবান জানান

26

ডেস্ক রিপোর্ট: ১৯ ডিসেম্বর মঙ্গলবার জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সকাল ১১টায় গুলিস্তানস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সামনে থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে গুলিস্তান, জিপিও, বায়তুল মোকারম, পল্টন হয়ে প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি ব্রিগে. জেনা. (অব.) এম. জাহাঙ্গীর হুসাইন। সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি শ্যামল কুমার ভৌমিক, সহ-সাধারণ সম্পাদক শাহজাহান কবির। সমাবেশে উপস্থিত থাকেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সহ-সভাপতি খলিলুর রহমান খান, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন, বাংলাদেশ হোটেল রেষ্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন-এর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জাতীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মধুমঙ্গল বিশ্বাস, ঢাকা পোষাক প্রস্তুতকারী শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মাহবুব আলম মানিক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের ঢাকা মহানগর কমিটির সহ-সভাপতি মামুন আহমদ খান। সমাবেশ পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত।

সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববাজার প্রভাব বলয় পুণর্বন্টন নিয়ে সাম্রাজ্যবাদী বিশ্বযুদ্ধ তথা আন্ত-সাম্রাজ্যবাদী যুদ্ধে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার স্থল সংযোগ সেতু মালাক্কা প্রণালী সংলগ্ন বঙ্গোপসাগরীয় দেশ হিসেবে বাংলাদেশের ভূ-রাজনীতি ও রণনীতিগত গুরুত্বের প্রেক্ষিতে মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে পাশ্চাত্য প্রতিপক্ষ সাম্রাজ্যবাদী চীন-রাশিয়া উভয় পক্ষ স্বীয় রণনীতিতে বাংলাদেশকে যুক্ত করতে নির্বাচনকে উপলক্ষ্য করে উপযোগী দালালকে ক্ষমতায় আনতে তীব্র প্রতিযোগিতা প্রতিদ্ব‌ন্দ্বিতা করছে। তারই প্রতিফলন ঘটছে সাম্রাজ্যবাদের দালাল দল গুলোর মধ্যে।