আন্তর্জাতিক ডেস্ক: চীনে শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জন। আহত হয়েছে অন্তত দুই শতাধীক মানুষ।দেশটির গানসু প্রদেশে মঙ্গলবার ভূমিকম্পে আঘাত হানে। যার রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২। ভূমিকম্পটির উৎপত্তিস্থল রাজধানী লানঝো থেকে প্রায় ১শ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কিংহাউ সীমান্তে।
চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানায়, এ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।এতে অনেক ভবন ধসে পড়েছে।উদ্ধার কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার অভিযান ও ত্রাণ তৎপরতা চালানোর পাশাপাশি প্রাণে বেঁচে যাওয়া ও তাদের সম্পদের নিরাপত্তা নিশ্চিতের কথা বলেছেন।