Home সারাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে আপন দুই বোনসহ নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে আপন দুই বোনসহ নিহত ৩

28

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনসহ ৩জনের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় নবীনগরের বাড়ির পাশের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের নসড়া-বাড়ি গ্রামের মোঃ আতিক মিয়ার মেয়ে জান্নাত আক্তার (১০) ও তার আপন ছোট বোন সাদিয়া আক্তার (৭)। পরিবারের সদস্যরা জানান, বিকেলে বাড়ির পেছনে দুই বোন খেলা করছিল। খেলাধূলার এক পর্যায়ে সকলের অজান্তে তারা পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাদের সন্ধানে অনেক খোঁজা খুঁজির পর বাড়ির পাশের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রশীদ জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহগুলি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানীর পশুকে গোসল করাতে গিয়ে পানিতে ডুবে মোঃ নাবিল রহমান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঈদ-উল আযহার দিন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাউতলী গ্রামে এই ঘটনা ঘটে। মৃত নাবিল রহমান কাউতলী গ্রামের হাফিজুর রহমানের ছেলে ও স্থানীয় আইডিয়াল রেসিন্ডেসিয়াল স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেনীর ছাত্র। নাবিলের মামা মোঃ শাহ আলম বলেন, ঈদ-উল আযহার দিন সকাল ৭টার সময় কোরবানীর পশুকে গোসল করাতে কাউতলী এলাকার কুরুলিয়া খালে নামে নাবিল। হঠাৎ সে খালের পানিতে তলিয়ে যায়। ৫ ঘন্টা পর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল করুলিয়া খাল থেকে নাবিলের লাশ উদ্ধার করে। ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ জুয়েল মিয়া বলেন, ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকায় কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে লাশ উদ্ধার করে।