ডেস্ক রিপোর্ট: ১০ বছর আটকে রাখার প্রতিবাদে নিজেদের মুখ সেলাই করে প্রতিবাদ করছেন মোহাম্মদ শফিকুল ইসলাম ও মোহাম্মদ কাইয়ুম নামে দুই বাংলাদেশি প্রবাসী। দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত ছোট একটি দ্বীপরাষ্ট্র নাউরু। অস্ট্রেলিয়া থেকে আকাশ পথে সে দেশে যেতে লাগে পাঁচ ঘণ্টা। এই দ্বীপরাষ্ট্রে প্রায় এক দশক ধরে বাংলাদেশি দুই শরণার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম ও মোহাম্মদ কাইয়ুমকে আটকে রাখা হয়েছে। তাদের এভাবে দীর্ঘদিন আটকে রাখার প্রতিবাদে তারা নিজেদের মুখ সেলাই করে নিয়েছেন।

শফিকুল বলেন, ‘আমরা অনশন শুরু করেছি। আমরা মুখ সেলাই করে নিয়েছি। খাওয়াদাওয়া বন্ধ হয়ে গেছে। আমরা কথা বলতে পারি না। আমরা আমাদের চিকিৎসা এবং স্বাধীনতা না পাওয়া পর্যন্ত খাবার ও পানি স্পর্শ করব না।’
অস্ট্রেলিয়ায় অবৈধভাবে নৌকায় গিয়ে যারা শরণার্থী হিসেবে আশ্রয় চান, তাদের আটক করে নাউরু দ্বীপে পাঠিয়ে দেয় অস্ট্রেলিয়া। ২০১৩ সাল থেকে এই দ্বীপটিকে শরণার্থীদের আটক রাখার স্থান হিসেবে ব্যবহার করা হচ্ছে। নাউরু ছাড়াও পাপুয়া নিউগিনির (পিএনজি) দ্বীপে কোনো কোনো শরণার্থীকে পাঠিয়ে দেয়া হয়। এ সময় তাদের শুধু জানিয়ে দেওয়া হয়, তাদের কখনোই অস্ট্রেলিয়ায় বসবাসের অনুমতি দেওয়া হবে না।
নাউরু ও পাপুয়া নিউগিনিতে এ রকম ১৫০ জনের বেশি শরণার্থী রয়েছেন। তারা জানেন না, কখন তাদের পুনর্বাসন করা হবে, নাকি আদৌ করা হবে না। শফিকুল ও কাইয়ুমকে এভাবেই প্রায় ১০ বছর আটকে রাখা হয়েছে। তারা নাউরুর শরণার্থী পরিষেবা ও নিরাপত্তার জন্য তৈরি প্রশাসনিক কেন্দ্রের (আরপিসি১) বাইরে বিক্ষোভ করছেন। সেখান থেকে হোয়াটসঅ্যাপে শফিকুল তাদের বিক্ষোভের বিষয়ে আল-জাজিরাকে বার্তা দেন।
আমাদের সময়.কম