Home সারাদেশ অগ্নিঝরা মার্চের ঐতিহাসিক ঘটনবলীর স্মরণে জাসদের আলোচনা সভা অনুষ্ঠিত

অগ্নিঝরা মার্চের ঐতিহাসিক ঘটনবলীর স্মরণে জাসদের আলোচনা সভা অনুষ্ঠিত

23

মো.পাভেল ইসলাম রাজশাহী: ১৯৭১ সালের অগ্নিঝরা মার্চ মাসের ঐতিহাসিক ও বীরত্বপূর্ণ ঘটনাবলীর স্মরণে বরাবরের মত ১ মার্চ ২০২৩ কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে রাজশাহী মহানগর জাসদ ‘অগ্নিঝরা মার্চ’ আলোচনা সভা পালন করে।

বুধবার বিকাল ৫ টায় রাজশাহী নগরীর অনুরাগ কমিউনিটি সেন্টারে রাজশাহী মহানগর জাসদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর জাসদের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ শিবলী। সভা সঞ্চালনা করেন মহানগর জাসদের সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদের প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, মহানগর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, কেন্দ্রীয় কমিটির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক জুলফিকার মান্নান জামী, সিনিয়র জাসদ নেতা শরাফত উল্লাহ, সহ সভাপতি শাহরিয়ার রহমান সন্দেশ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল করিম কাজল, সাবেক ছাএনেতা এ এইচ এম জুয়েল খান প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর জাসদ নেতা গোলাম মোস্তফা পিকুল, সংখ্যালঘু আদিবাসী বিষয়ক সম্পাদক মানিক কুমার সরকার, জনসংযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ জোহেব হোসেন রনি, সহ সম্পাদক মো.পাভেল ইসলাম মিমুল, সদস্য ফয়সাল রহমান রানা, ২৫ নং ওয়ার্ড জাসদের সভাপতি মোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক সোহাগ রহমান বাপ্পি, সাবেক ছাএনেতা মোঃ সাজন ইসলাম, মোঃ সোহেল রানা, বাংলাদেশ ছাএলীগ রাজশাহী মহানগর সভাপতি শাহরিয়ার আহমেদ হিমেল, সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন সোহাগ সহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মিবৃন্দ।

সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,১৯৭১ সালের ২ মার্চ স্বাধীন বাংলাদেশের পতাকা প্রদর্শন ও উড়ানো,৩ মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠ,৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষনে সশস্ত্র মুক্তিযুদ্ধের প্রস্তুতি গ্রহণের আহবান ও অসহযোগ আন্দোলন ঘোষণার মাধ্যমে বাংলাদেশের কর্তৃত্ব গ্রহণ, ৯ মার্চ মজলুম জননেতা মাওলানা ভাসানী কর্তৃক বঙ্গবন্ধুর প্রতি সমর্থণ জ্ঞাপন করে ভাষণ,১১ মার্চ জননেতা অধ্যাপক মোজাফফর আহমেদ কর্তৃক বঙ্গবন্ধুকে সমর্থণ জ্ঞাপন করে ভাষণ, ১৯ মার্চ জয়দেবপুর ক্যান্টমেন্টে বাঙালি অফিসার ও সৈনিকদের বিদ্রোহ, ২৩ মার্চ সামরিক কুচকাওয়াজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সারাদেশে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন, ২৫ মার্চর কালোরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর ক্র‍্যাকডাউনের পর ২৬ মার্চ প্রত্যুষে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা এবং স্বাধীন বাংলাদেশের মাটি থেকে পাকিস্তানি হানাদার বাহিনীকে বিতাড়নের লক্ষ্যে সশস্ত্র প্রতিরোধ ও মুক্তিযুদ্ধের সুচণাসহ ১৯৭১ সালের অগ্নিঝরা মার্চের ঐতিহাসিক ও বীরত্বপূর্ণ ঘটনাবলীর স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ বরাবরই মার্চ মাসের ১ম দিন ‘অগ্নিঝরা মার্চ’ হিসাবে পালন করে আসছে।