Home জাতীয় দেশের ২৪ লাখের বেশি প্রতিবন্ধী নাগরিক ভাতাসহ বিশেষ সুযোগ-সুবিধা পাচ্ছে

দেশের ২৪ লাখের বেশি প্রতিবন্ধী নাগরিক ভাতাসহ বিশেষ সুযোগ-সুবিধা পাচ্ছে

31

স্টাফ রিপোটার : বর্তমানে দেশের ২৪ লাখের বেশি প্রতিবন্ধী নাগরিকদের তালিকাভুক্ত করে ভাতাসহ বিশেষ সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ মানুষের কল্যাণের পাশাপাশি বিশেষ নাগরকি যারা প্রতিবন্ধী তাদের মানুষের কল্যাণে সমাজকল্যাণ বিভাগ গঠন করেছিলেন।
আজ শুক্রবার বিকালে রাজধানীর সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচিকাঁচার মেলার মিলায়তনে শ্রবণ প্রতিবন্ধীদের মানবাবিক সংগঠন বধির কাউন্সিলের দ্বিবার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম (বিজেআরএফ)’র সহায়তায় ও বধির কাউন্সিলের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলেচক হিসেবে অংশ নেন সাবেক তথ্য উপদেষ্টা ও ডেইলী অবজারভার সম্পাদক জনাব ইকবাল সোবহান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজেআরএফ সভাপতি ও প্রবীণ সাংবাদিক নেতা বীরমুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভূঁইয়া, সমাজেসেবা অধিদপ্তরের পরিচালক মো.কামরুল ইসলাম চৌধুরী, ঢাকা মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শফিকুর রহমান, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের সহকারী অধ্যাপক বিশিষ্ট নৃত্যশিল্পী প্রবীণ বন্ধু ফাউন্ডেশনের সভাপতি ডা. মহসীন কবির লিমন, বিশিষ্ট শ্রমিক নেত্রী শামীম আরা প্রমুখ।
সভায় শ্রবণ প্রতিবন্ধীদের উন্নয়ন ও মানবাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বধির কাউন্সিলের সভাপতি আতাউর রহমান।
ইকবাল সোবহান চৌধুরী বলেন,দেশের প্রতিবন্ধী জনগণের সর্বিক উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষ প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করছে। বর্তমান সরকার প্রতিবন্ধীদের কল্যাণে বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করছে।
মূল প্রবন্ধ বলা হয় , বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমান অনুযায়ী, প্রায় ৪৬ কোটি ৬০ লক্ষ মানুষ এ সমাজসেবা অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী নারী, পুরুষ ও হিজড়াসহ বাংলাদেশে মোট ১২থেকে ১৪ ধরনের প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা ২৪ লাখ ২৯ হাজার ৮৫৮ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী উন্নয়নশীল দেশগুলোতে প্রতিবন্ধীতার হার ১৫ শতাংশ। বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিসটিকস (বিবিএস) পরিচালিত এক হাউজ হোল্ড জরীপ অনুযায়ী বাংলাদেশে এই প্রতিবন্ধীতার হার ৯ দশমিক৭ শতাংশ। ধরণ অনুযায়ী মানুষের মধ্যে প্রায় ১২ ধরনের প্রতিবন্ধিতা শনাক্ত করা হয়েছে। এগুলো হলো, অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডারস, শারীরিক, মানসিক অসুস্থতাজনিত, দৃষ্টি, বাক প্রতিবন্ধীতা, বুদ্ধি, এবং শ্রবণ প্রতিবন্ধিতা, সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোম, বহুমাত্রিক এবং অন্যান্য প্রতিবন্ধিতা।
বাংলাদেশে ২০২১ সালের ১৪ নভেম্বর পর্যন্ত দেশে ১২ থেকে ১৪ ধরনের বিভিন্ন ধরনের ২৪ লাখ ১১ হাজার ১৬৫ জন প্রতিবন্ধী ব্যাক্তি রয়েছে। এর মধ্যে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ৬৩ হাজার ৭ শত ৯৯ জন, শারিরীক প্রতিবন্ধী ১১ লক্ষ ৫৭ হাজার ৪৫৩ জন, দীর্ঘ মানসিক অসুস্থতাজনিত প্রতিবন্ধী ৮৭ হাজার ৪৯৫ জন, দৃষ্টি প্রতিবন্ধী ৩ লাখ ৩২ হাজার ৬৩৩ জন, বাক প্রতিবন্ধী ১ লাখ ৬০ হাজার ৩৫২ জন, বুদ্ধি প্রতিবন্ধী ১ লাখ ৭৮ হাজার ৭৫৯ জন, শ্রবণ প্রতিবন্ধী ৮২ হাজার ৩১ জন, শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী ১০ হাজার ৩৬৬ জন, সেরিব্রালাপলসি ৯৬ হাজার ৯১৫ জন, বহুমাত্রিক প্রতিবন্ধী ২ লাখ ১৯ হাজার ৪৫৮ জন, ডাউন সিনড্রোম ৫ হাজার ২৮ জন এবং অন্যান্য আরো বিভিন্ন ধরনের প্রতিবন্ধীর সংখ্যা প্রায় ১৬ হাজার ৫৭ জন।