Home রাজনীতি লুটপাটের দায় জনসাধারণের কাঁধে চাপিয়েছে সরকার–সিপিবি

লুটপাটের দায় জনসাধারণের কাঁধে চাপিয়েছে সরকার–সিপিবি

35

ডেস্ক রিপোর্ট: সয়াবিনসহ ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা দক্ষিণ কমিটি আয়োজিত বিক্ষোভ সমাবেশে জননেতা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, গণবিরোধী সরকার আর অবৈধ সিন্ডিকেটের যোগসাজশে ভোক্তা জনগণের পকেট কাটার মহোৎসব চলছে। তিনি বলেন, ঈদের পর একদিনের জন্য সরকারি অফিস আদালত খুলেছিলো। সেই দিনে সরকারের মন্ত্রীদের সবচেয়ে অগ্রাধিকার ভিত্তিক কাজ হিসেবে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরো বলেন, ‘বিনা ভোটের সরকার’ দেশের মানুষকে আজ ভাতে মারতে চলেছে। ক্ষমতাসীন গোষ্ঠী তাদের লুটপাটের সকল দায় জনসাধারণের কাঁধে চাপিয়ে যাচ্ছে। কমরেড সেলিম দেশবাসীকে লুটপাটতন্ত্রের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
আজ ৬ মে শুক্রবার, বিকেল ৪টায় ঢাকার পল্টন মোড়ে সিপিবি ঢাকা দক্ষিণ কমিটির সভাপতি শামসুজ্জামান হীরার সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন, সিপিবি ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক জলি তালুকদার, সম্পাদকম-লীর সদস্য আক্তার হোসেন, সাইফুল ইসলাম সমীর, ঢাকা দক্ষিণ কমিটির সদস্য শংকর আচার্য, আব্দুল কুদ্দুস প্রমুখ।