Home খেলা তিন ভাগে দক্ষিণ আফ্রিকা যাবেন ক্রিকেটাররা

তিন ভাগে দক্ষিণ আফ্রিকা যাবেন ক্রিকেটাররা

28

ডেস্ক রিপোর্ট: তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ দল। আগামী ১১ ও ১২ মার্চ তিন ভাগে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়বেন ক্রিকেটাররা। আগামীকাল শুক্রবার (১১ মার্চ) রাতে দুই ভাগে উড়াল দেবেন ওয়ানডে দলের ক্রিকেটাররা। পর দিন শনিবার (১২ মার্চ) দেশ ছাড়বেন টেস্ট বিশেষজ্ঞ ক্রিকেটাররা।

বিসিবির লজিস্টিকস বিভাগ থেকে গতকাল এসব তথ্য জানা গেছে। ক্রিকেটারদের প্রথম গ্রুপ শুক্রবার সকাল পৌনে ১১টায় ফ্লাইটে চড়বে। দ্বিতীয় গ্রুপ ঐ দিনই রাত ১১টায় দেশ ছাড়বে। শনিবার দিন তৃতীয় গ্রুপ ক্রিকেটারদের ফ্লাইট সকাল পৌনে ১১টায়। সবাই কাতার এয়ারওয়েজের ফ্লাইটে উড়াল দেবেন।তামিম ইকবালের নেতৃত্বে বাংলাদেশের ওয়ানডে দল দক্ষিণ আফ্রিকায় পৌঁছে অনুশীলন শুরু করবে। সেঞ্চুরিয়নে আগামী ১৮ ও ২৩ মার্চ যথাক্রমের সিরিজের প্রথম, তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই দিবারাত্রির। ২০ মার্চ জোহানেসবার্গে হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।
মুমিনুল হকের নেতৃত্বে টেস্ট বিশেষজ্ঞ ক্রিকেটাররা সরাসরি ঢাকা থেকে কাতারের দোহা হয়ে কেপটাউনে চলে যাবেন। সেখানে গ্যারি কার্স্টেনের একাডেমিতে দুই সপ্তাহ অনুশীলন করবেন তারা। কয়েকটি অনুশীলন সেশনে গ্যারি কার্স্টেনেরও উপস্থিত থাকার কথা রয়েছে। ডারবানে ৩০ মার্চ ও পোর্ট এলিজাবেথে ৭ এপ্রিল দুটি টেস্ট শুরু হবে।-ইত্তেফাক