Home আন্তর্জাতিক ৫ বছর বয়সেই বই লিখে রেকর্ড

৫ বছর বয়সেই বই লিখে রেকর্ড

50

ডেস্ক রিপোর্ট: পাঁচ বছর বয়সী শিশুরা সবচেয়ে বেশি কৌতূহলপ্রবণ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস বলছে, চোখের সামনে যা থাকে, সেটা সম্পর্কেই থাকে তাদের রাজ্যের কৌতূহল। ফলে সারাক্ষণ তাদের প্রশ্ন থাকে, এটা কী, ওটা কীভাবে হলো… এসব।
পাঁচ বছরের একটি শিশু কী কী করতে পারে, সেই তালিকাও দিয়েছে নিউইয়র্ক টাইমস। এতে বলা হচ্ছে, পাঁচ বছরের একটি শিশু জানে, তার শরীর কীভাবে কাজ করে। ফলে শরীরকে সক্রিয় রাখার জন্য সবকিছু করে সে। এই বয়সী শিশুরা একটু স্বাধীন; তারা নিজে খেতে পারে, টয়লেট ব্যবহার করতে পারে, অনেকে নিজের কাপড়টাও পরতে পারে। তবে তাদের একটি বিশেষত্ব হলো, অসাধারণ গল্প বলার ক্ষমতা। কিন্তু ব্রিটিশ শিশু বেলা জে ডার্ক যা করেছে, তা আসলেই অবিশ্বাস্য।

ইউপিআইয়ের খবরে বলা হয়েছে, এই শিশু ইতিমধ্যে নাম লিখিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। বই লিখে এই রেকর্ড করেছে বেলা।

বেলার বইটি যখন প্রকাশিত হয়, তখন তার বয়স ৫ বছর ২১১ দিন। তার লেখা বইটির নাম দ্য লস্ট ক্যাট।

বেলা বইটি লেখার জন্য সাহায্য নিয়েছে তার মা চেলসি সাইমের। বইটি প্রকাশ করেছে জিনজার ফায়ার প্রেস। সবচেয়ে কম বয়সী মেয়েশিশু হিসেবে বই লিখে গিনেস রেকর্ড এখন বেলার হাতে। আর সবচেয়ে কম বয়সী ছেলেশিশু ক্যাটাগরিতে এই রেকর্ড শ্রীলঙ্কার থানুওয়ানা সেরাসিংহের। ৪ বছর ৩৫৬ দিন বয়সে বই প্রকাশ হয়েছে তার। ২০১৭ সালে তার লেখা জাংক ফুড বইটি প্রকাশিত হয়।-প্রথম আলো