Home রাজনীতি তত্ত্বাবধায়ক সরকারের হাকডাক দিয়ে বিএনপি নির্বাচন বন্ধ করতে পারবে না: আওয়ামী লীগ

তত্ত্বাবধায়ক সরকারের হাকডাক দিয়ে বিএনপি নির্বাচন বন্ধ করতে পারবে না: আওয়ামী লীগ

26

স্টাফ রিপোটার: তত্ত্বাবধায়ক সরকারের হাকডাক দিয়ে বিএনপি নির্বাচন বন্ধ করতে পারবে না দাবি করে আওয়ামী লীগের কেন্দ্রীয় সিনিয়র নেতারা বলেছেন, ক্ষমতা বদলের একমাত্র পথ নির্বাচন। ক্ষমতার মেয়াদকালের একঘণ্টা আগেও সরকার পদত্যাগ করবে না। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়ে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের আর আলোচনার সুযোগ নেই। তাদের দাবি- আন্দোলনে নামে ষড়যন্ত্রেই পথেই হাটছে বিএনপি। দেশের মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে। আন্দোলনের নামে দেশের অভ্যন্তরে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করলেই বিএনপিকে দাতভাঙা জবাব দিবে আওয়ামী লীগ।
শনিবার (৪ মার্চ) রাজধানীর ১১ টি স্থানে বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদে মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে অংশ নিয়ে দলের কেন্দ্রীয় নেতারা এসব কথা বলেন।
রাজধানীর বাড্ডায় নগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে বক্তৃাতাকালে দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, তত্ত্বাবধায়ক ইস্যু নিয়ে বিএনপির সঙ্গে আলোচনার সুযোগ নেই। ক্ষমতার মেয়াদকালের একঘণ্টা আগেও পদত্যাগ করবে না আওয়ামী লীগ সরকার। তাই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি যতই হাঁকডাক করুক না কেন, কোনো অবস্থায় তারা নির্বাচন বন্ধ করতে পারবে না।
রাজধানীর মোহাম্মদপুরে টাউন হলে শান্তি সমাবেশে বক্তব্যে রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য প্রেসিডিয়াম সদস্য এ্যা. জাহাঙ্গীর কবির নানক। এসময় তিনি বলেন, নির্বাচন ছাড়া কোন সরকার উৎখাত করা যাবে না। নির্বাচনই হল একমাত্র ক্ষমতা বদলের একমাত্র পথ। কাজেই যতই ষড়যন্ত্র করেন, সব ষড়যন্ত্রকে নসাৎ করে দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে শেখ হাসিনার নেতৃত্বে। সরকার বিরোধী আন্দোলনের বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাসের প্রসঙ্গ তুলে ধরে জাহাঙ্গীর কবির নানক বলেন, যারা হ্যা-না ভোট করেছিল রাতের অন্ধাকারে। যারা নিজেরা ভোট করে নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করেছিল বিরোধীদলকে ভোট কেন্দ্রে যেতে দেয়নি। সেই ওরা আমাদেরকে গণতন্ত্র শেখায়। মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিউর রহমান মিয়া চাঁন পরিচালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ, মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, স্থানীয় সংসদ সদস্য সাদেক খান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, সহ দপ্তর আব্দুল আওয়াল শেখ প্রমুখ।
মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শান্তি সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান। এসময় তিনি বলেন, তাদের (বিএনপি) সরকার পতনের একমাত্র লক্ষ্য নয়, তাদের উদ্দেশ্য এদেশকে ধ্বংস করে দেওয়া। বিএনপিসহ যেসকল রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখছেন তাদেরকে বলি, ওই স্বপ্ন বাংলার মাটিতে আর বাস্তবায়ন হবে না। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার মাসুদের সভাপতিত্বে শান্তি সমাবেশে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক মেয়র সাঈদ খোকন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ কামাল প্রমুখ। বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে রাজধানীর মিরপুর-১ নম্বর গোল চত্বরে শান্তি সমাবেশ করে নগর উত্তর আওয়ামী লীগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এসময় তিনি বলেন, যারা দেশে সন্ত্রাসী কার্যক্রম করে শত শত মানুষকে পুড়িয়ে মেরেছে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যারা আঘাত এনেছে,তাদের বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে। গণতন্ত্রকে সমুন্নত রাখতে আমরা যে কোন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। এসময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শামছুনাহার চাপা, উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।
বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ ও নৈরাজ্যের প্রতিবাদে ডেমরা থানা আওয়ামী লীগ আয়োজনে শান্তি সমাবেশ ও গণমিছিলপূর্ব সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম খান মাসুদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি মিসবাহুর রহামান ভূঁইয়া রতন, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, কার্য নির্বাহী সদস্য সালাউদ্দিন বাদল, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৬৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন, সাবেক সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রমূখ।
রাজধানীর শ্যামপুর রেলগেট এলাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠাতি হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট সানজিদা খানম। এসময় উপস্থিত ছিলেন, ৫৯ নং ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক, ৫৮ নং ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম তাজু প্রমুখ। ধানমন্ডির বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গণে আওয়ামী লীগের ঢাকা-১০ সাংগঠনিক টিম আয়োজিত শান্তি সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, বিএনপি বলে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ১০ শতাংশ ভোটও পাবে না। আপনারা মনে হয় আয়নায় চেহারা দেখেন না, নিজেদের চেহারা আয়নায় দেখে মাঠে আসবেন। বিএনপি আওয়ামী লীগকে ১০০ বছরেও নামাতে পারবেন না।