Home রাজনীতি ঢাকা মহানগর দক্ষিণে বিএনপির পদযাত্রা: হামলার অভিযোগ

ঢাকা মহানগর দক্ষিণে বিএনপির পদযাত্রা: হামলার অভিযোগ

22

স্টাফ রিপোটার: ১০ দফা দাবীতে ঢাকা মহানগর দক্ষিণের থানায় থানায় আজ পদযাত্রা কর্মসূচি পালিত হয়। পদযাত্রা কর্মসূচিতে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ জনগণ স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করে। কর্মসূচিতে হামলা ও গ্রেফতারের অভিযোগ করেছে বিএনপি।
এদিকে কর্মসুচিতে দলের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
যাত্রাবাড়িতে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে পদযাত্রা কর্মসূচি পালিত হয়। পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ নবী উল্লাহ নবী’র সভাপতিত্বে জামশেদুল আলম শ্যামল সঞ্চালনা করেন। কর্মসূচি যাত্রাবাড়ী থেকে শুরু করে কোনা বাড়ীতে শেষ হয়।
শাহবাগে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এর নেতৃত্বে জাতীয় প্রেসক্লাবের সামনে পদযাত্রাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনু, বিএনপি নেতা এম এ হান্নান, জাহিদ হোসেন নোয়াব, মনিরুল ইসলাম টিটু, আবু সুফিয়ান প্রমূখ। পরে প্রেসক্লাব থেকে শুরু হয়ে বিজয়নগর গিয়ে কর্মসূচি শেষ হয়।
বংশালে পুরাতন ঢাকার নয়াবাজার নবাব ইউসুফ মার্কেটস্থ মহানগর বিএনপি’র কার্যালয় থেকে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্ব চন্দ্র রায়ের নেতৃত্বে পদযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিদ্দিক বাজার গিয়ে শেষ হয়। অন্যান্যের মধ্যে মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক মোহাম্মদ মোহন, সদস্য আরিফুর রহমান নাদিম, লতিফুল্লাহ জাফরু, থানা বিএনপি নেতা তাজ উদ্দিন তাইজু, কাউন্সিলর মামুন আহমেদ, হাজী আদিল, ইয়াকুব সরকার, ওয়ার্ড বিএনপি নেতা হাজী তাইজু, নাজিম উদ্দিন, রোলেক্স পারভেজ হ্যাপী, এড. মিয়া মোঃ হাসান, আব্দুর রহমান প্রমূখ নেতৃত্ব দেন। পদযাত্রায় বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।
পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এর নেতৃত্বে ইস্টার্ন প্লাস মার্কেটের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়। অন্যান্যের মধ্যে বিএনপি নেতা এস কে সিকান্দার কাদির, কাজী হাসিবুর রহমান শাকিলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সূত্রাপুরে বিএনপি নেতা ও জনতার মেয়র খ্যাত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নেতৃত্বে সূত্রাপুর থানার বানিয়া নগর এলাকা থেকে পদযাত্রায় নগর যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার, ফরিদ উদ্দীন, থানা বিএনপি নেতা এম এ শাহেদ মন্টু, আজিজুল ইসলাম, জাবেদ কামাল রুবেল, হাজী আকতার প্রমূখ নেতৃবৃন্দ অংশ নেন।
এছাড়াও শাহজাহানপুরে বিএনপি’র ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী’র নেতৃত্বে ফজলে রুবাইয়াত পাপ্পু, সাইফুল্লাহ খালিদ রাজন প্রমূখ, মতিঝিলে বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম ও বিএনপি নেতা আলমগীর ও আনোয়ার হোসেন আনু’র নেতৃত্বে, ডেমরা থানায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবী, সদস্য আকবর হোসেন নান্টু, আব্দুল হাই পল্লব, সেলিম রেজা, আনিসুজ্জামান ও আবুল হাশেম, কদমতলী থানায় বিএনপি’র প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুবদল সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, নগর বিএনপি’র যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ রবিন, মীর হোসেন মীরু, জুম্মন মিয়া, বিএনপি’র বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এবং নগর বিএনপি’র যুগ্ম আহবায়ক আ ন ম সাইফুল ইসলাম এর নেতৃত্বে শ্যামপুর থানায়, ওয়ারী এলাকায় সাব্বির আহমেদ আরেফ, বিএনপি নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক, মহানগর বিএনপি নেতা হাজী মোহাম্মদ নাজিম, থানা বিএনপি নেতা হায়দার আলী বাবলা ও আনোয়ারুল আজিমের নেতৃত্বে কোতয়ালী থানায়, নগর বিএনপি নেতা শহীদুল ইসলাম বাবুল, নাদিয়া পাঠান পাপন, হাজী হুমায়ুন কবিরের নেতৃত্বে চকবাজার এলাকায়, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, নগর বিএনপি’র যুগ্ম আহবায়ক আলহাজ¦ মোশাররফ হোসেন খোকন, মীর আশরাফ আলী আজমের নেতৃত্বে লালবাগে, বিএনপি’র সহ-আন্তর্জাতিক বিষয়ক ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপি নেতা মজিবর রহমান মজু, আব্দুল আজিজ ও আবুল খায়ের লিটনের নেতৃত্বে হাজারীবাগে, বিএনপি নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, নগর বিএনপি নেতা মকবুল ইসলাম খান টিপু, আব্দুল কাদির, ঢালী মামুনুর রশীদ অপু, হাফেজ ওয়াসেক বিল্লাহ’র নেতৃত্বে গেন্ডারিয়া থানায়, বিএনপি নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি, নগর বিএনপি নেতা কে এম জোবায়ের এজাজের নেতৃত্বে ধানমন্ডি এলাকায়, কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বিএনপি নেতা সিরাজুল ইসলাম সিরাজ, সাইদুর রহমান সাঈদ, খালিদ কিবরিয়া লাকীর নেতৃত্বে কলাবাগানে, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান ও নগর বিএনপি নেতা লিটন মাহমুদের নেতৃত্বে রমনা থানা এলাকায়, জাতীয়তাবাদী মহিলা দল সভানেত্রী আফরোজা আব্বাস এবং নগর বিএনপি নেতা গোলাম হোসেনের নেতৃত্বে সবুজবাগে, বিএনপি’র সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন ও নগর বিএনপি নেতা শেখ মোহাম্মদ আলী চায়না, কাউন্সিলর শামছুল হুদা কাজলের নেতৃত্বে মুগদা এলাকায়, বিএনপি নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিব, নগর বিএনপি’র যুগ্ম আহবায়ক ইউনুস মৃধা, সদস্য এড. ফারুকুল ইসলামের নেতৃত্বে খিলগাঁও থানা এলাকায় পদযাত্রা কর্মসূচি পালিত হয়। পুলিশ এখান থেকে ১নং ওয়ার্ড বিএনপি নেতা হুমায়ুন কবিরকে গ্রেফতার করে।
বিএনপি গনমাধ্যমকে জানান, কামরাঙ্গীরচর এলাকায় সকাল থেকে আওয়ামী সন্ত্রাসীদের হামলা এবং মহড়ার মুখেও সফলভাবে কামরাঙ্গীরচরে হাজী মনির হোসেন, মোহাম্মদ নাঈমের নেতৃত্বে পদযাত্রা কর্মসূচি পালিত হয়। এর আগে কামরাঙ্গীরচরে কর্মসূচিতে যোগদানের সময় বিএনপি’র সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক সৈয়দা আশিফা আশরাফী পাপিয়ার গাড়ী ভাংচুর এবং বিএনপি নেতা হাজী আব্দুর রশীদ, হাজী জহির সহ ৩০ জন নেতাকর্মীকে গুরুতর আহত করে। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিউ মার্কেট এলাকায় এলিফ্যান্ট রোডের বাটা সিগনালের মোড় থেকে বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, নগর বিএনপি নেতা এ্যাডভোকেট মকবুল হোসেন সরদার, হাজী জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে পদযাত্রা কাঁটাবন মোড় ঘুরে বাটা সিগনাল মোড়ে এসে শেষ হয়।
কর্মসূচি সফল করায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু সকল পর্যায়ের নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান। কর্মসূচিতে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নেতৃদ্বয় অবিলম্বে বিএনপি নেতা হুমায়ুন কবির এর নিঃশর্ত মুক্তির জোর দাবি করেন। আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করেন।