Home জাতীয় ঘূর্ণিঝড় হামুনের তান্ডবে তিন জনের মৃত্যু; সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত

ঘূর্ণিঝড় হামুনের তান্ডবে তিন জনের মৃত্যু; সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত

29

চট্টগ্রাম অফিস: ঘূর্ণিঝড় হামুনের আঘাতে তিন জনের মৃত্যু খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও ১০জন।নিহতদেরমধ্যে একজন কক্সবাজারের পহপরতলীর অব্দুল খালেক (৪০ ) দেয়ল চাপা পড়ে মারা যায়।চকরিয়ার আসকর আলী (৫০) মহেশখালীতে গাছ চাপা পড়ে মারা যান।মহেশখালীতে আরও একজনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
জানাগেছে, মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় ঘূর্ণিঝড় ‘হামুন’ অঅঘাত হানে।একটান রাত ৯টা পর্যন্ত কক্সবাজার উপকূল ও আশেপাশে তান্ডব চালায়। ঝড় ও ব্রজবৃষ্টির সময় বাতাসের গতি ছিল ১০৪ কিলোমিটার। মহেশখালীতে প্রায় ১০ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।ঝড়ো হাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রযেছে।
আমাদরে কক্সবাজার প্রতিনিধি জানিয়েছেন, কক্সবাজার শহরের প্রধান প্রধান সড়কে ব্যাংক-বীমা, ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও ব্যনার উড়ে গেছে। অনেক সড়কে পড়তে থাতকতে দেখা গেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘হামুন’ বৃষ্টি ঝড়িয়ে দুর্বল হয়েে পড়ায় সমুদ্রবন্দরসমুহের সাত নম্বর সংকেত নামিয়ে তিন নম্বর সংকেত জারি করা হয়েছে।মোংলা ও পায়রা সমুন্দ্রবন্দরকে পাঁচ নম্বর সংকেত নামিয়ে তিন নম্বর সংকেত জারি থাকবে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে।