Home শিক্ষা ও ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘একদিন সিনেমার দিন’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘একদিন সিনেমার দিন’

225

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিনে সোসাইটি-র দিনব্যাপী চলচ্চিত্র বিষয়ক আয়োজন ‘একদিন সিনেমার দিন’ অনুষ্ঠিত হয়েছে৷

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে কামার আহমাদ সাইমন পরিচালিত ‘শুনতে কি পাও’ সিনেমা প্রদশর্নীর মাধ্যমে শুরু হয় দিনব্যাপী আয়োজনের প্রথম পর্ব৷
এরপর চলচ্চিত্রের প্রদশর্নী, নির্মাণ ও চলচ্চিত্রের নির্মাণ নিয়ে বেলা ৫টায় আয়োজনের দ্বিতীয় পর্বে সম্পূরক আলোচনা অনুষ্ঠিত হয়৷ এসময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক কামার আহমাদ সাইমন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহমুদুল হাসান সুমন ও সংগঠনটির সদস্যবৃন্দ।

চলচ্চিত্র ভাবনা সম্পর্কে আলোচনা করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক রায়হান বলেন,’সিনেমা এবং কথা সাহিত্যের মধ্যে পার্থক্য আছে৷ চলচ্চিত্রের নিজস্ব একটা ভাষা আছে, কিন্তু তবুও চলচ্চিত্রে মিশ্র ভাষা, গল্প, ড্রামা, মিউজিক আছে, এমনকি দেখার ও শোনারও একটা ব্যাপার আছে৷ এসব মিলিয়েই তৈরি হয় সিনেমা৷’
‘শুনতে কি পাও’ সিনেমার গঠন-পঠন সম্পর্কে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহমুদুল হাসান সুমন বলেন,’চলচ্চিত্রে গল্পকে খুব নিখুঁতভাবে চিত্রায়ন করা হয়েছে। বিশেষ করে যারা নৃবিজ্ঞান ব্যাকগ্রাউন্ডের তারা বুঝতে পারবে যে এ সিনেমায় মাঠ পর্যায়ে কিভাবে কাজ করা হয়েছে৷ কিভাবে সিনেমার মাধ্যমে জনমানুষের গল্পকে তুলে ধরা হয়েছে৷ সবমিলিয়ে বলতে হয় চলচ্চিত্রটি দারুণ।’
আয়োজনের অংশ হিসেবে সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হয় ‘নীল মুকুট’ চলচ্চিত্র। প্রদশর্নী শেষে ‘ডিরেক্টরস টকে’ চলচ্চিত্র নির্মাণের পেছনের গল্প ও সংগঠনটির সদস্যদের মাঝে অভিজ্ঞতা আদান-প্রদান করেন চলচ্চিত্র নির্মাতা কামার আহমাদ সাইমন৷
প্রসঙ্গত, ‘চোখ মেলে দেখি’ স্লোগানকে ধারণ করে ২০১৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও চলচ্চিত্র বিষয়ক সংগঠন জাহাঙ্গীরনগর সিনে সোসাইটি (জিসিএস) যাত্রা শুরু হয়।