Home শোক ও স্মরণ জাসদের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি শহীদ মোশাররফ হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত

জাসদের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি শহীদ মোশাররফ হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত

120

স্টাফ রিপোটার: স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অগ্রপথিক, জাসদের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি, রাজনৈতিক গুপ্তহত্যার শিকার শহীদ এড. মোশাররফ হোসেনের ৫০তম হত্যাদিবসে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ শনিবার বিকাল ৪টায় নগরীর বঙ্গবন্ধু এভিনিউয়ে স্মরণসভা অনুষ্ঠিত। জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি, শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, নইমুল আহসান জুয়েল, মোহাম্মদ মোহসীন, ওবায়দুর রহমান চুন্নু, শ্রমিক জোটের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাতীয় আইনজীবী পরিষদের এড. মোহাম্মদ সেলিম, যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, ছাত্রলীগ(ননী-মাসুদ) এর কেন্দ্রীয় সভাপতি রাশিদুল হক ননী প্রমূখ।
স্মরণ সভায় শহীদ এড. মোশাররফ হোসেনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, এড. শহীদ মোশাররফ হোসেনসহ সমাজ বদলের সংগ্রামে মহান শহীদদের পথ ধরেই জাসদ জাতীয় স্বার্থকে সর্বোচ্চ স্থানে রেখে, সর্বোচ্চ প্রাধান্য দিয়ে দলের রাজনৈতিক নীতি-কৌশল নির্ধারণ করে জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখার চেষ্টা করেছে। জাসদের চলার পথে ভূল-ত্রুটি থাকতে পারে, কিন্তু জাতীয় স্বার্থে জাসদ যখন যে রাজনৈতিক কর্তব্য নির্ধারণ করেছে তা পালন করার চেষ্টা করেছে। ২০২৪ সালে, জাসদ রাজনীতি- রাষ্ট্র-সমাজে সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িক সংস্কৃতি, ধর্মান্ধতার বিপদ মোকাবেলা; দুর্নীতিবাজ-লুটেরা মাফিয়া সিন্ডিকেটের বিপদ মোকাবেলা; নিয়ন্ত্রণহীন নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করার চ্যালেঞ্জ সামনে নিয়ে রাজনৈতিক সংগ্রাম গড়ে তোলার প্রচেষ্টা চালাচ্ছে।
স্মরণ সভা শুরুর প্রাক্কালে শহীদ এড. মোশাররফ হোসেনের প্রতিকৃতিতে মাল্যদান এবং দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।