Home জাতীয় জামালপুরে যমুনা নদী পানি কমলেও বাড়ছে ব্রহ্মপুত্র নদের

জামালপুরে যমুনা নদী পানি কমলেও বাড়ছে ব্রহ্মপুত্র নদের

42

সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে গত ২৪ ঘন্টায় দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ পয়েন্টে যমুনা নদীর পানি ৩০ সেন্টিমিটার কমে এখনো বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপর দিকে বাড়ছে ব্রহ্মপুত্র নদের পানি। জামালপুর-শেরপুর ব্রীজ ঘাট পয়েন্টে ব্রহ্মপুত্র নদের ১৬ সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার ১৩২ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সোমবার ( ৬ সেপ্টেম্বর ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পউবো) জামালপুরের নির্বাহী প্রকৌশলী মো. আবু সাঈদ ও ব্রহ্মপুত্র নদের পানি পরিমাপক গোলাম মোস্তফা। যমুনা নদীর পানি কমলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকায় দুর্ভোগে পড়েছেন জেলার প্রায় এক লাখ মানুষ।

রোববার(৫ সেপ্টেম্বর)জেলার বন্যার্ত এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে,ইসলামপুর,দেওয়ানগঞ্জ ,বকশীগঞ্জ ,মেলান্দহ , মাদারগঞ্জ ,সরিষাবাড়ী উপজেলার প্রায় দেড় লাখ মানুষ পানিবন্দি অবস্থায় দুর্ভোগে আছেন। দুর্গত এলাকায় শুকনো খাবার, শিশুদের খাবার এবং গবাদি পশুর খাবারের সংকট দেখা দিয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. নায়েব আলী জানান, বন্যার্ত এলাকায় ৯০ মেট্রিকটন চাল, সাড়ে ১২ লাখ নগদ টাকা ও এক হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ জানান, আগামী দুই-তিন দিনের মধ্যে জেলার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।